গত ০৬ জুন ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এই বাজেটকে কেন্দ্র করে মূলধারার তিনটি টেলিভিশন চ্যানেলের ফটোকার্ডের ডিজাইন সম্বলিত তিনটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
আরটিভির ফটোকার্ডের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ডে “বিদেশ থেকে মোবাইল আনার দুঃসংবাদ, তবে বিমানবন্দরে আসার সাথে সাথে যাত্রীদের ধো’ন চু’ষ’তে হবে।’- শীর্ষক শিরোনামে বা তথ্যে প্রকাশিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
বিজয় টিভির ফটোকার্ডের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ডে “নতুন বাজেট-কে স্বাগত জানিয়েছে প্রবাসীরা।’’- শীর্ষক শিরোনামে বা তথ্যে প্রকাশিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
একাত্তর টিভির ফটোকার্ডের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ডে “এবারের বাজেটে বাড়লো কন্ডমের দাম।”- শীর্ষক শিরোনামে বা তথ্যে প্রকাশিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরের বাজেটকে কেন্দ্র করে আরটিভি, বিজয় টিভি এবং একাত্তর টিভি আলোচিত ফটোকার্ডগুলো বা এ সংক্রান্ত কোনো সংবাদ প্রকাশ করেনি বরং, এই তিন গণমাধ্যমের ফটোকার্ডের ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডগুলো তৈরি করা হয়েছে।
আলোচিত ফটোকার্ডগুলোর বিষয়ে আলাদা ভাবে অনুসন্ধান করেছে রিউমর স্ক্যানার টিম।
আরটিভির ফটোকার্ড
আরটিভির আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, উক্ত ফটোকার্ডটি প্রকাশের তারিখ ০৬ জুন ২০২৪ উল্লেখ রয়েছে।
পরবর্তীতে ফটোকার্ড প্রকাশের তারিখ ও আরটিভির লোগোর সূত্র ধরে অনুসন্ধানে আরটিভির ফেসবুক পেজে “বাজেটে বিদেশ থেকে মোবাইল আনায় দুঃসংবাদ…” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড পাওয়া যায়।
উক্ত ফটোকার্ডে থাকা ছবির সাথে আলোচিত ফটোকার্ডটিতে থাকা ছবির মিল রয়েছে। তবে ফন্টের পার্থক্য রয়েছে।
উক্ত পোস্টের মন্তব্যের থাকা প্রতিবেদন থেকে জানা যায়, নতুন বাজেটে বিদেশ থেকে ব্যক্তিগত পর্যায়ে মোবাইল ফোন আনার ক্ষেত্রে নতুন নিয়ম চালু করছে সরকার। বিদেশ থেকে বিনাশুল্কে আগের মতো আর ২টি মোবাইল ফোন আনতে পারবেন না যাত্রীরা।
অর্থাৎ, আর টিভির ফেসবুক পেজে “বাজেটে বিদেশ থেকে মোবাইল আনায় দুঃসংবাদ…” শীর্ষক শিরোনামে প্রকাশিত ফটোকার্ডটি এডিট করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
বিজয় টিভির ফটোকার্ড
বিজয় টিভির আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, উক্ত ফটোকার্ডটি প্রকাশের তারিখ ০৬ জুন ২০২৪ উল্লেখ রয়েছে।
পরবর্তীতে ফটোকার্ডটি প্রকাশের তারিখ ও বিজয় টিভির লোগোর সূত্র ধরে অনুসন্ধানে বিজয় টিভির ফেসবুক পেজ, ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে এ সংক্রান্ত কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি।
এরপর আলোচিত ফটোকার্ডটির সাথে বিজয় টিভি কর্তৃক প্রকাশিত ফটোকার্ডগুলোর তুলনা করে দেখা যায়, বিজয় টিভি কর্তৃক প্রকাশিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের পার্থক্য রয়েছে।
অর্থাৎ, বিজয় টিভির ফটোকার্ডের ডিজাইন নকল করে উক্ত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
একাত্তর টিভির ফটোকার্ড
একাত্তর টিভির আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, উক্ত ফটোকার্ডটি প্রকাশের তারিখ ০৬ জুন ২০২৪ উল্লেখ রয়েছে।
পরবর্তীতে ফটোকার্ডটি প্রকাশের তারিখ ও একাত্তর টিভির লোগোর সূত্র ধরে অনুসন্ধানে একাত্তর টিভির ফেসবুক পেজ, ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে এসংক্রান্ত কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি।
এরপর, আলোচিত ফটোকার্ডটির সাথে একাত্তর টিভি কর্তৃক প্রকাশিত ফটোকার্ডগুলোর তুলনা করে দেখা যায়, একাত্তর টিভি কর্তৃক প্রকাশিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের পার্থক্য রয়েছে।
অর্থাৎ, একাত্তর টিভির ফটোকার্ডের ডিজাইন নকল করে উক্ত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এছাড়া, আলোচিত ফটোকার্ডগুলোতে থাকা দাবিগুলোর বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে অন্যান্য গণমাধ্যমেও এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
সূত্রপাত একই পেজ?
ফেসবুকের একাধিক মনিটরিং টুল ব্যবহার করে দেখা যায়, আলোচিত তিনটি ফটোকার্ডের সম্ভাব্য সূত্রপাত ‘Tanha’ নামের একটি ফেসবুক পেজ থেকে।
আরটিভির ফটোকার্ডের ডিজাইন সম্বলিত ফটোকার্ডটি গত ০৬ জুন সন্ধ্যা ০৭ টা ৫৪ মিনিটে উক্ত পেজ থেকে পোস্ট (আর্কাইভ) করা হয়। পরবর্তীতে বিজয় টিভির ফটোকার্ডের ডিজাইন সম্বলিত ফটোকার্ডটি একই তারিখে রাত ০৮ টা ৫৯ মিনিটে পোস্ট (আর্কাইভ) করা হয়। এরপর একাত্তর টিভির ফটোকার্ডের ডিজাইন সম্বলিত ফটোকার্ডটি একই তারিখে রাত ১১ টা ২৬ মিনিটে পোস্ট (আর্কাইভ) করা হয়।
পরবর্তীতে উক্ত ফটোকার্ডগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এই পেজটি বিশ্লেষণ করে দেখা যায়, ২০২৩ সালের ১৭ নভেম্বর পেজটি চালুর পর এখন পর্যন্ত কয়েকবার নাম পরিবর্তন করা হয়েছে। শুরুতে ‘৭১’ চেতনা – Ekattor Catona’ নাম দেওয়া হলেও চলতি বছরের জানুয়ারিতে নাম বদলে রাখা হয় ‘Binodon – বিনোদন’। পরবর্তীতে ২২ মার্চ বর্তমান নাম রাখা হয়। পেজটি মালয়েশিয়া থেকে একজন ব্যক্তি পরিচালনা করছেন। এই পেজ থেকে ইতোমধ্যে আরো দুইটি ভুয়া ফটোকার্ডের বিষয়ে ফ্যাক্টচেক প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। পড়ুন এখানে, এখানে।
মুলত, গত ০৬ জুন পেশ হওয়া ২০২৪-২৫ অর্থবছরের বাজেটকে কেন্দ্র করে আরটিভি, বিজয় টিভি এবং একাত্তর টিভির ফটোকার্ডে বিদেশ থেকে মোবাইল আনা, প্রবাসী ও কনডম নিয়ে তিনটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আরটিভি, বিজয় টিভি এবং একাত্তর টিভি কর্তৃক এমন কোনো ফটোকার্ড প্রকাশ করা হয়নি। প্রকৃতপক্ষে, উক্ত টেলিভিশন গুলোর ফটোকার্ড নকল করে আলোচিত ফটোকার্ড তৈরি করা হয়েছে। এছাড়া, আলোচিত ফটোকার্ডে থাকা দাবিগুলোর বিষয়ে অন্য কোনো গণমাধ্যমে তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, ২০২৪-২৫ অর্থবছরের বাজেটকে কেন্দ্র করে প্রচারিত আরটিভি, বিজয় টিভি এবং একাত্তর টিভির আদলে তৈরি ফটোকার্ডগুলো নকল বা ভুয়া।
তথ্যসূত্র
- Rtv- Facebook Post
- Bijoy Tv- Facebook Page
- Bijoy Tv- Website
- Bijoy Tv- YouTube Channel
- Ekattor Tv- Facebook Page
- Ekattor Tv- Website
- Ekattor Tv- YouTube Channel
- Rumor Scanner’s Own Analysis