বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুর গুজব প্রচার

সম্প্রতি ‘খালেদা জিয়া আর নেই’ শীর্ষক শিরোনাম এবং থাম্বনেইল ব্যবহার করে একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে প্রচার করা হয়েছে। 

ফেসবুকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে(আর্কাইভ)।

ইউটিউবে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে(আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মারা যাওয়ার দাবিটি সঠিক নয় বরং ডাক্তারদের পরামর্শে নিয়মিত শারীরিক পরীক্ষার অংশ হিসেবে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।বর্তমানে  তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গত এপ্রিল ২৯ এপ্রিল News Plus নামের একটি ফেসবুক পেজ এবং Sabai Sikhi নামের একটি ইউটিউব চ্যানেলে খালেদা জিয়ার মারা যাওয়ার দাবিতে দুটি আলাদা ভিডিও প্রচার করা হয়। 

Source: Facebook and YouTube

অনুসন্ধানের শুরুতে উক্ত দাবিতে প্রচারিত ভিডিওগুলো পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। News Plus নামের ফেসবুক পেজটিতে প্রচারিত নিউজ বুলেটিন ভিডিওটি কয়েকটি ভিন্ন ভিন্ন সংবাদ নিয়ে তৈরি। ভিডিওটির শিরোনাম এবং থাম্বনেইলে খালেদা জিয়ার মারা যাওয়ার দাবি প্রচার করা হলেও সেখানে বিস্তারিত প্রতিবেদনে শুধু তার অসুস্থতার বিষয়ে বলা হয়।

Screenshot: News Plus Facebook

অপরদিকে Sabai Sikhi নামের ইউটিউব চ্যানেলে প্রচারিত ১ মিনিট ১৮ সেকেন্ডের ভিডিওটির বিস্তারিত প্রতিবেদনের প্রথম অংশে(০৯ সেকেন্ড পর্যন্ত) খালেদা জিয়া মারা গেছেন বলে দাবি করা হয়। তবে একই ভিডিও’র অপর অংশে(১০ সেকেন্ড থেকে) খালেদা জিয়া অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানানো হয়।

Screenshot: Sabai Sikhi YouTube 

উক্ত দাবিটি অধিকতর যাচাইয়ের জন্য খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে কি ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে মূল ধারার গণমাধ্যম বিডিনিউজ২৪ এ ‘খালেদা জিয়ার অবস্থার ‘কিছুটা উন্নতি’ শীর্ষক শিরোনামে ৩০ এপ্রিল প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

Screenshot: bdnews24.com

উক্ত প্রতিবেদনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম এর বক্তব্য পাওয়া যায়।

খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে জাহিদ হোসেন বলেন, “উনার কিছু অসুস্থতা ছিল… কিছু উপসর্গ দেখা দিয়েছিল। যার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে অনুযায়ী তাকে এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে, সেই চিকিৎসায় উনি মোটামুটি রেসপন্স করছেন।”

এছাড়াও মূলধারার গণমাধ্যম আজকের পত্রিকার অনলাইন সংস্করণে ‘নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, অবস্থার কিছুটা উন্নতি’ শীর্ষক শিরোনামে ৩০ এপ্রিল প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

Screenshot: Ajker Patrika

প্রতিবেদনে উল্লেখ করা  হয়, ‘রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আগের চেয়ে তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন। গতকাল শনিবার মেডিকেল বোর্ডের পরামর্শে স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়। তাঁর বিষয়ে বৈঠক করেন বোর্ডের সদস্যরা। পরে বোর্ডের পরামর্শেই হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ইতিমধ্যে তাঁর কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে।’

অর্থাৎ, উপরোক্ত প্রতিবেদন পর্যালোচনা করলে এটা স্পষ্ট যে, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া মারা যাওয়ার দাবিটি সঠিক নয়। 

পাশাপাশি, দেশীয় গণমাধ্যম কিংবা বিএনপি সংশ্লিষ্ট অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে খালেদা জিয়ার মৃত্যু সম্পর্কিত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। 

মূলত, গত শনিবার(২৯ এপ্রিল) সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে নিয়মিত শারীরিক পরীক্ষার অংশ হিসেবে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। পরবর্তীতে তাকে হাসপাতালে ভর্তি করানোর খবরটিকেই বিকৃত করে তিনি মারা গেছেন দাবিতে প্রচার করা হয়। প্রকৃতপক্ষে তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন  রয়েছেন।

উল্লেখ্য, এর আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ব্যক্তির মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে সেসময় বিষয়গুলো নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। 

সুতরাং, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মারা গেছেন দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img