সম্প্রতি, “মাহে রমজান উপলক্ষে ঈদ অফারে সকল অ-পারেটরে পাবেন ৩০ জিবি ইন্টারনেট সম্পূর্ণ ফ্রী” শীর্ষক শিরোনামে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মাহে রমজান উপলক্ষে ঈদ অফারে সকল সিমের গ্রাহকদের ৩০ জিবি ফ্রি ইন্টারনেট অফার দেওয়ার দাবি সংক্রান্ত লিংকটি ভুয়া এবং উক্ত পদ্ধতি ব্যবহার করে ৩০ জিবি ইন্টারনেট পাওয়ার বিষয়টিও মিথ্যা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত রমজান উপলক্ষে ঈদ অফারে সকল অপারেটরে ৩০ জিবি ফ্রি ইন্টারনেট অফার সংক্রান্ত লিংকটিতে ঢুকার পর “অফারটি নিতে আপনাকে যা যা করতে হবে!” শীর্ষক লেখার নিচে ‘এখানে ক্লিক করুন’ নামের একটি অপশন দেখা যায়।
উক্ত বাটনটিতে ক্লিক করার কিছুক্ষণ পর সেখানে মোবাইল নাম্বার প্রদানের একটি ফাঁকা ঘর আসে।
পরবর্তীতে ভিন্ন এক ওয়েবসাইটে ওটিপি দিতে বলা হয়। তবে সকল ধাপ সমূহ অনুসরণ করার পরেও ৩০ জিবি ইন্টারনেট পাওয়া যায়নি।
অর্থাৎ, রমজান উপলক্ষে ঈদ অফারে সকল গ্রাহকদের ৩০ জিবি ফ্রি ইন্টারনেট দেওয়ার অফারটি ভুয়া।
মূলত, রমজান উপলক্ষে ঈদ অফারে সকল অপারেটরে বিনামূল্যে ৩০ জিবি ফ্রি ইন্টারনেট দেওয়ার দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, কোনো সিম অপারেটরের পক্ষ থেকে এমন কোনো বোনাস ঘোষণা করা হয়নি। প্রকৃতপক্ষে, ওয়েবসাইটটি নিজেদের প্রচারণার স্বার্থে রমজান উপলক্ষে ঈদ অফারে সকল অপারেটরে বিনামূল্যে ৩০ জিবি ফ্রি ইন্টারনেট দেওয়ার প্রলোভন দেখিয়ে এই লিংকটি ছড়াচ্ছে।
উল্লেখ্য, এ ধরণের স্ক্যাম লিংকের মাধ্যমে সোশ্যাল মিডিয়া আইডি হ্যাক, ব্যক্তিগত তথ্য চুরি ও ব্ল্যাকমেইলের মাধ্যমে অনলাইন নিরাপত্তাকে বিঘ্নিত করার নজির রয়েছে।
প্রসঙ্গত, পূর্বেও নববর্ষ উপলক্ষ্যে বিনামূল্যে ৫০ জিবি ইন্টারনেটের অফার, দারাজের নাম ব্যবহারে ৩০ জিবি ফ্রি ইন্টারনেট এবং হোয়াটসঅ্যাপের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ৫০ জিবি ফ্রি ইন্টারনেট শীর্ষক একাধিক মিথ্যা তথ্য শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার টিম।
সুতরাং, রমজান উপলক্ষে ঈদ অফারে সকল সিম গ্রাহকদের ৩০ জিবি ফ্রি ইন্টারনেট প্রদানের দাবিতে যে লিংকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে তা সম্পূর্ণ ভুয়া।
তথ্যসূত্র
- Rumor Scanner’s Own Analysis