Home Blog Page 340

বন্যা পরিস্থিতিতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে সকলকে ৬৯৯৯ টাকা প্রদানের ভুয়া প্রচারণা

0

ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা ভারী বৃষ্টিপাতের ফলে দেশের বেশ কয়েকটি জেলায় আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে ছাত্র জনতা মিলে দেশের প্রতিটি প্রান্তে বন্যার্তদের সহায়তার জন্যে নগদ অর্থ ও ত্রাণ সংগ্রহ করেন। পাশাপাশি বিপুল সংখ্যক মানুষ বন্যার্তদের সহায়তার জন্যে ইসলামি ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহর প্রতিষ্ঠান আস-সুন্নাহ ফাউন্ডেশনকেও নগদ অর্থ প্রদান করছেন। এর প্রেক্ষিতে সম্প্রতি, আস-সুন্নাহ ফাউন্ডেশন বর্তমান ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে দেশের সকল নাগরিককে বিকাশে ৬৯৯৯ টাকা করে আর্থিক সহায়তা দিচ্ছে দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

আস-সুন্নাহ

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বর্তমান বন্যা পরিস্থিতিতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশের সকল নাগরিককে ৬৯৯৯ টাকা দেওয়ার দাবিটি সঠিক নয় বরং ভুয়া ওয়েবসাইট তৈরি করে প্রতারণার উদ্দেশ্যে এমন প্রলোভন দেখানো হচ্ছে।

অনুসন্ধানে আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে ৬৯৯৯ টাকা পাওয়ার প্রলোভন দেখানো ওয়েবসাইটে প্রবেশের জন্যে একাধিকবার চেষ্টা করা হলেও ওয়েবসাইটটিতে প্রবেশ করা সম্ভব হয়নি।

পরবর্তীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে বর্তমান বন্যা পরিস্থিতিতে দেশের সকল নাগরিককে উক্ত পরিমাণ অর্থ প্রদান করার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা জানতে অনুসন্ধানে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ফেসবুক পেজ, ওয়েবসাইট পর্যলোচনার পাশপাশি গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য কোনো সূত্রেও কোনো তথ্য পাওয়া যায়নি। 

সুতরাং, বর্তমান বন্যা পরিস্থিতিতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে বিকাশে ৬৯৯৯ টাকা দিচ্ছে দাবিতে ইন্টারনেটে প্রচারিত বিষয়টি সম্পূর্ণ ভুয়া ও প্রতারণামূলক।

তথ্যসূত্র

  • Rumor Scanner’s Own Analysis

উপবৃত্তি এবং বিভিন্ন ভাতা বন্ধের গুজব

0

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের গণআন্দোলনের মুখে গত ০৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর গত ০৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ড. মুহাম্মদ  ইউনূস। বাংলাদেশে সম্প্রতি এই রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষিতে, শিক্ষার্থীদের সব ধরনের উপবৃত্তি বন্ধ এবং বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃকালীন ভাতা, প্রতিবন্ধীসহ অন্যান্য সবধরনের ভাতা আপাতত বন্ধ করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দাবিকরা হয়েছে।

উপবৃত্তি

ছাত্রছাত্রীদের উপবৃত্তি দাবিতে প্রচারিত ফেসবুক পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

অন্যান্য সব ভাতা বন্ধ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সামাজিক মাধ্যমে প্রচারিত শিক্ষার্থীদের সব ধরনের উপবৃত্তি বন্ধ এবং সরকারের সামাজিক সুরক্ষা খাতের সকল ভাতা আপাতত বন্ধ করার তথ্যটি সঠিক নয়। বরং, কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিগুলো সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে।

দাবিগুলোর সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে মূলধারার কোনো গণমাধ্যমে আলোচিত দাবিগুলোর সপক্ষে কোনো সংবাদ পাওয়া যায়নি।

এছাড়া, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইট, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ওয়েবসাইট, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইট, কারিগরি শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইট, সমাজসেবা অধিদফতর ওয়েবসাইট, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট পর্যবেক্ষণ করে আলোচিত দাবিগুলোর সপক্ষে কোনো নোটিশ পাওয়া যায়নি।

পরবর্তীতে শিক্ষার্থীদের সব ধরনের উপবৃত্তি বন্ধ দাবির সত্যতা যাচাইয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, সচিবের একান্ত সচিব, মোঃ জাকির হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি শিক্ষার্থীদের সব ধরনের উপবৃত্তি বন্ধ হওয়ার দাবিটি সত্য নয় বলে রিউমর স্ক্যানারকে নিশ্চিত করেন।

এছাড়া, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃকালীন ভাতা, প্রতিবন্ধীসহ অন্যান্য সবধরনের ভাতা আপাতত বন্ধ করা হয়েছে কিনা জানতে তেজগাঁও সার্কেল, ঢাকা, সমাজসেবা অফিসার মো: বাহাউদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি রিউমর স্ক্যানারকে জানান, এটা সম্পূর্ণ ভুয়া। বর্তমান সরকারকে বিপদে ফেলার ষড়যন্ত্র। 

সুতরাং, শিক্ষার্থীদের সব ধরনের উপবৃত্তি বন্ধ এবং বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃকালীন ভাতা, প্রতিবন্ধীসহ অন্যান্য সব ধরনের ভাতা আপাতত বন্ধ দাবিতে সামাজিক মাধ্যমে প্রচারিত দাবিগুলো মিথ্যা ও বানোয়াট।

তথ্যসূত্র

  • স্টেটমেন্ট: মোঃ জাকির হোসেন, সচিবের একান্ত সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
  • স্টেটমেন্ট: মো: বাহাউদ্দিন, সমাজসেবা অফিসার, তেজগাঁও সার্কেল, ঢাকা।
  • Rumor Scanner’s Own Analysis

নওগাঁয় জোরপূর্বক পদত্যাগের পর অসুস্থ শিক্ষক মারা যাননি

0

গত জুলাইয়ের শুরুতে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন শেষ পর্যন্ত সরকার পতনের আন্দোলনে রুপ নেয়। গণআন্দোলনের মুখে গত ০৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। ০৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এরমধ্যে দেশব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে অসংখ্য শিক্ষককে পদত্যাগে বাধ্য করার অভিযোগ উঠে শিক্ষার্থীদের বিরুদ্ধে। গত ২৮ আগস্ট নওগাঁর হাঁপানিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম শিক্ষার্থী ও বহিরাগতদের চাপে পদত্যাগপত্রে স্বাক্ষর করেন এবং পরবর্তীতে অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, এই শিক্ষক মারা গেছেন। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এবং এখানে (আর্কাইভ)।

কালের কণ্ঠকে সূত্র হিসেবে দেখিয়ে এ সংক্রান্ত আরো কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, পদত্যাগের পর অসুস্থ নওগাঁর হাঁপানিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম মারা যাননি বরং তিনি বর্তমানে ঢাকার হৃদরোগ ইন্সটিটিউটে চিকিৎসাধীন আছেন। 

এ বিষয়ে অনুসন্ধানে, Tuhin Talukder নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ৩০ আগস্ট রাত ০১টা ৩৫ মিনিটে করা সম্ভাব্য প্রথম পোস্ট খুঁজে পাওয়া যায়। 

Screenshot: Facebook 

তবে এর প্রায় সাড়ে ১৯ ঘন্টা পর একইদিন রাত ০৮টা ৫৭ মিনিটে দেশের মূলধারার গণমাধ্যম বিডিনিউজ২৪ এর ওয়েবসাইটে “জবরদস্তিতে পদত্যাগ, স্ট্রোক করে অধ্যক্ষ ‘ভালো নেই’” শীর্ষক শিরোনামে প্রচারিত একটি সংবাদ খুঁজে পাওয়া যায়। উক্ত সংবাদের বরাতে জানা যায়, ২৮ আগস্ট শিক্ষার্থী ও বহিরাগতদের চাপে সাদা কাগজের পদত্যাগপত্রে সই করেন নওগাঁর হাঁপানিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম। এর কিছুক্ষণ পরেই তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর তাকে নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করানো হলে দায়িত্বরত চিকিৎসকেরা তিনি স্ট্রোক করেছেন বলে ধারণা করেছেন। সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে দুইদিন পর ৩০ আগস্ট সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার হৃদরোগ ইন্সটিটিউটে পাঠানো হয়। 

অর্থাৎ, সামাজিক যোগাযোগ মাধ্যমে অধ্যক্ষ নুরুল ইসলাম এর মৃত্যুর দাবি প্রচার করার পরবর্তী সময়ে প্রকাশিত সংবাদে তার মৃত্যু সংক্রান্ত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। 

এছাড়াও, একই বিষয়ে মূলধারার গণমাধ্যম প্রথম আলোর গত ২৮ আগস্ট প্রকাশিত একটি সংবাদ খুঁজে পাওয়া যায়। তবে এসব সংবাদের কোথাও তার পরবর্তী শারীরিক অবস্থা বা মৃত্যু সংক্রান্ত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। 

তবে, মূলধারার গণমাধ্যম কালের কন্ঠ এর নামের আদলে ‘দৈনিক কালের কন্ঠ’ নামের একটি পেজ থেকে অধ্যক্ষ নুরুল ইসলাম মারা যাওয়ার বিষয়ে গত ০১ সেপ্টেম্বর একটি পোস্ট প্রচার করা হয়েছে। পরবর্তীতে উক্ত পোস্টটি সত্য মনে করে ফেসবুকে কালের কন্ঠ’র সূত্রে অধ্যক্ষ নুরুল ইসলাম মারা যাওয়ার দাবিটি পুনরায় ছড়িয়ে পড়ে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, উক্ত পেজটি কালের কন্ঠ’র অফিশিয়াল ফেসবুক পেজ নয় বরং কালের কন্ঠ’র নামে খোলা ফেইক পেজ। এছাড়াও, কালের কন্ঠ’র অফিশিয়াল ফেসবুক পেজ বা ওয়েবসাইটে প্রচারিত দাবি সংক্রান্ত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। 

তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে জানতে নওগাঁ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও হাঁপানিয়া স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এস এম রবীন শিষ এর সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার। অধ্যক্ষ নুরুল ইসলাম বর্তমানে ঢাকার হৃদরোগ ইন্সটিটিউটে চিকিৎসারত আছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অধ্যক্ষের মৃত্যুর খবরটি মিথ্যা বলে রিউমর স্ক্যানারকে নিশ্চিত করেন তিনি। 

সুতরাং, নওগাঁর হাঁপানিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম শিক্ষার্থী ও বহিরাগতদের চাপে পদত্যাগে বাধ্য হয়ে অসুস্থ হওয়ার পর মারা গেছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তথ্যটি মিথ্যা। 

তথ্যসূত্র 

হালনাগাদ/ Update

০৩ সেপ্টেম্বর, ২০২৪ : এই প্রতিবেদন প্রকাশ পরবর্তী সময়ে জাতীয় দৈনিক কালের কণ্ঠ পত্রিকাকে জড়িয়েও একই দাবি সম্বলিত পোস্ট আমাদের নজরে আসার প্রেক্ষিতে উক্ত বিষয়ে এ প্রতিবেদনে উল্লেখ করা হলো।

চাঁপাইনবাবগঞ্জে অফিসে সিগারেট থাকার অভিযোগে লাঞ্ছনার শিকার ব্যক্তি হিন্দু নন

গত জুলাই মাসের শুরুতে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন শেষ পর্যন্ত সরকার পতনের আন্দোলনে রুপ নেয়। গণআন্দোলনের মুখে গত ০৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। ০৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এরমধ্যে দেশব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে অসংখ্য শিক্ষককে পদত্যাগে বাধ্য করার অভিযোগ উঠে শিক্ষার্থীদের বিরুদ্ধে। দেশে বিভিন্ন এলাকা থেকে একের পর এক শিক্ষক হেনস্তার খবর আসে গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে। শিক্ষকদের পাশাপাশি কিছু কিছু জায়গায় বিভিন্ন অফিসের সরকারি কর্মকর্তারাও এমন পরিস্থিতির শিকার হয়েছেন। এরই প্রেক্ষিতে, সম্প্রতি অফিসে সিগারেটের প্যাকেট থাকায় এক শিক্ষককে হিন্দু ধর্মাবলম্বী হওয়ায় পদত্যাগে বাধ্য করা হয়েছে শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়,  সিগারেটের কারণে যে ব্যক্তিকে পদত্যাগের চাপ দেওয়ার অভিযোগ উঠেছে তিনি হিন্দু নন এবং শিক্ষকও নন বরং তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো: তৌফিকুল ইসলাম, যিনি একজন মুসলিম ধর্মাবলম্বী।

অনুসন্ধানে গত ২১ আগস্ট দেশের মূল ধারার গণমাধ্যম বিডিনিউজ২৪ এর ওয়েবসাইটে “সিগারেটের প্যাকেট থাকায় ‘পদত্যাগ’ করতে চাপ, কর্মকর্তা অসুস্থ” শীর্ষক শিরোনামে প্রচারিত একটি সংবাদ খুঁজে পাওয়া যায়। উক্ত সংবাদের ফিচারে ব্যবহৃত স্থিরচিত্রের সাথে প্রচারিত ভিডিওর বেশ কিছু অংশের মিল রয়েছে।

Comparison: Rumor Scanner

উক্ত সংবাদের বরাতে জানা যায়, ভিডিওতে পদত্যাগে যাকে চাপ দেওয়ার দৃশ্য দেখানো হয়েছে ঐ ব্যক্তির নাম মো: তৌফিকুল ইসলাম। তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন। গত ১৯ আগস্ট চাঁপাইনবাবগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উপদেষ্টা পরিচয় দেওয়া ইসমাইল হোসেন সিরাজীর নেতৃত্বে একদল তরুণ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় গিয়ে তার অফিস কক্ষে সিগারেটের প্যাকেট পাওয়ায় তাকে পদত্যাগের জন্য চাপ দিতে থাকে। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। একদিন পর তিনি বাসায় ফিরেন। ঐ তরুণেরা অফিসের আরো দুই কর্মকর্তাকে সাদা কাগজে পদত্যাগপত্র লিখতে বাধ্য করেছিল। মূলত, দেশের সকল পৌরসভার মেয়রকে অপসারণ করা হলেও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র অফিসে থাকার খবর শুনে তারা পৌরসভা অফিসে প্রবেশ করে। 

গত ১৯ আগস্ট স্বদেশ প্রতিদিন এর ফেসবুক পেজে “চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র, কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীদের পদত্যাগ” শিরোনামে একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিও প্রতিবেদন থেকেও আলোচিত ভিডিওর ব্যক্তির পরিচয় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো: তৌফিকুল ইসলাম বলে নিশ্চিত হওয়া যায়।

এছাড়াও, একই বিষয়ে অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।

সুতরাং, অফিসে সিগারেট থাকায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলামকে পদত্যাগে চাপ দেয়ার ভিডিওকে একজন শিক্ষককে হিন্দু ধর্মাবলম্বী হওয়ায় পদত্যাগে বাধ্য করা হয়েছে দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র 

প্রথমবার নয়, পূর্বে একাধিক স্টার ওয়ার্সের ভিডিও গেম এসেছে

গতকাল (৩০ আগস্ট) মুক্তি পেয়েছে ভিডিও গেম স্টার ওয়ার্স আউটলস। এরই প্রেক্ষিতে, প্রথমবারের মত স্টার ওয়ার্স ভিডিও গেম বাজারে আসছে দাবিতে একটি তথ্য গণমাধ্যমের সংবাদ প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে।

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখুন সময় টিভি (ইউটিউব), সময় টিভি (ফেসবুক)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘স্টার ওয়ার্স আউটলস’ স্টার ওয়ার্স ভিডিও গেমস সিরিজের প্রথম ভিডিও গেম নয় বরং পূর্বেও বিভিন্ন সময়ে স্টার ওয়ার্স এর একাধিক ভিডিও গেম প্রকাশিত হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ইন্টারনেট মুভি ডাটাবেজ (আইএমডিবি) এর ওয়েবসাইটে ভিডিও গেম ‘Star Wars: The Empire Strikes Back’ বিষয়ে একটি নিবন্ধ (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়। 

ওয়েবসাইটে প্রকাশিত তথ্য থেকে জানা যায়, ‘স্টার ওয়ার্স: দ্য এমপায়ার স্ট্রাইকস ব্যাক’ নামক ভিডিও গেমটি ১৯৮২ সালে মুক্তি পায়।

এছাড়া স্টার ওয়ার্স এর ওয়েবসাইটে গত ৪ জুন তারিখে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ‘Star Wars: Hunters’ নামক গেমটি গত ৪ জুন মুক্তি পায়। এটি Star Wars: Outlaws এর পূর্বে মুক্তি পায়।

অনুসন্ধানে স্টার ওয়ার্স এর ওয়েবসাইট থেকে এটি ‘Star Wars: Outlaws’ এর পূর্বে Star Wars Jedi: Survivor, LEGO Star Wars: The Skywalker Saga, Star Wars Eclipse, Star Wars Jedi: Fallen Order, Star Wars: Galaxy of Heroes ছাড়াও একাধিক গেম মুক্তি পাওয়ার তথ্য পাওয়া যায়।

সুতরাং, প্রথমবারের মত স্টার ওয়ার্স ভিডিও গেম বাজারে আসছে দাবিতে কতিপয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ প্রতিবেদনটি বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম ১০৭৪ টাকা দাবিতে যমুনা টিভি সম্প্রতি কোনো সংবাদ প্রকাশ করেনি

0

সম্প্রতি মূলধারার গণমাধ্যম যমুনা টিভিকে সূত্র উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি প্রচার করা হয়, “আজ থেকে ১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম ১০৭৪ টাকা।”

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম ১০৭৪ টাকা দাবিতে যমুনা টিভি সম্প্রতি কোনো সংবাদ প্রকাশ করেনি বরং ২০২৩ সালের জুনে ১২ কেজি বোতলজাত এলপি গ্যাসের দাম ১০৭৪ টাকা জানিয়ে যমুনা টিভি সংবাদ প্রকাশ করেছিল৷ তাছাড়া, চলতি আগস্ট মাসে ১২ কেজি এলপি গ্যাসের নির্ধারিত মূল্য ১,৩৭৭ টাকা।

এ বিষয়ে অনুসন্ধানে সাম্প্রতিক সময়ে যমুনা টিভি কিংবা নির্ভরযোগ্য কোনো সূত্রেই এই দাবির বিষয়ে কোনো সংবাদ বা তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। তবে, যমুনা টিভির ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ১ জুন প্রকাশিত একটি ভিডিও সংবাদ প্রতিবেদন পাওয়া যায়৷ প্রতিবেদনে জানানো হয়, “কমলো বোতলজাত এলপি গ্যাসের দাম। ০১ জুন ২০২৩ (বৃহস্পতিবার) সন্ধ্যা থেকে ১২ কেজির প্রতি সিলিন্ডারের দাম ১,০৭৪ টাকা নির্ধারণ করেছে এনার্জি রেগুলেটরি কমিশন।”

সেসময় এই দামের বিষয়ে মূলধারার আরো বেশ কিছু সংবাদমাধ্যমেও সেসময় সংবাদ প্রচারিত হয়। 

তবে, চলতি বছরের ০২ জুলাই যমুনা টিভি কর্তৃক প্রকাশিত এলপি গ্যাসের দামের বিষয়ে সর্বশেষ সংবাদ প্রতিবেদনটি পাওয়া যায়। প্রতিবেদনে জানানো হয়, “জুলাই মাসে ১২ কেজি এলপি গ্যাসের দাম তিন টাকা বাড়িয়ে এক হাজার ৩৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে অটোগ্যাস লিটারপ্রতি ৬২ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম আজ (০২ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।” 

উক্ত প্রতিবেদনে এছাড়াও উল্লেখ করা হয়, ২০২১ সালের ১২ এপ্রিলের আগ পর্যন্ত এলপিজির দর ছিল কোম্পানিগুলোর ইচ্ছাধীন। ১২ এপ্রিল দর ঘোষণার সময় বলা হয় আমদানিনির্ভর এই জ্বালানি সৌদি রাষ্ট্রীয় কোম্পানি আরামকো ঘোষিত দরকে ভিত্তিমূল্য ধরা হবে। সৌদির দর ওঠা-ওঠা-নামা করলে ভিত্তিমূল্য উঠানামা করবে। অন্যান্য কমিশন অপরিবর্তিত থাকবে। ঘোষণার পর থেকে প্রতিমাসে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি।

১২ কেজি বোতলজাত এলপি গ্যাসের (সিলিন্ডার) নির্ধারিত মূল্য সম্পর্কে চলতি বছরের ০৪ আগস্ট তারিখে সর্বশেষ প্রকাশিত প্রতিবেদন পাওয়া যায়। গত ০৪ আগস্ট কালের কণ্ঠে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ভোক্তা পর্যায়ে কিছুটা বাড়ল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। আগস্ট মাসের জন্য ভোক্তা পর্যায়ে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১১ টাকা বাড়িয়ে এক হাজার ৩৭৭ টাকা নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। জুলাই মাসে দাম ছিল ১,৩৬৬ টাকা। আজ রবিবার (০৪ আগস্ট) বিকেল ৬টা থেকে এ নতুন দর কার্যকর হবে।

অর্থাৎ, ১২ কেজি বোতলজাত এলপি গ্যাস (সিলিন্ডার) এর সর্বশেষ নির্ধারিত মূল্য ১,৩৭৭ টাকা যা চলতি আগস্ট মাসের জন্য প্রযোজ্য। ১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম ১,০৭৪ টাকা মর্মে যমুনা টিভির যে সংবাদ প্রতিবেদনটি ভিত্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি প্রচারিত হচ্ছে সেই সংবাদ প্রতিবেদনটি এক বছরেরও অধিক সময়ের পুরোনো। সাম্প্রতিক সময়ে এমন কোনো সংবাদ প্রতিবেদন যমুনা টিভি কিংবা বিশ্বস্ত কোনো সংবাদমাধ্যমই প্রচার করেনি। 

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকার জ্বালানি তেলের দাম কমিয়েছে। ডিজেলের দাম কমেছে ১ টাকা ২৫ পয়সা, অকটেন-পেট্রোলের দাম কমেছে লিটারে ৬ টাকা। আজ (৩১ আগস্ট) রাত ১২টা থেকে নতুন দাম কার্যকর করা হবে।

সুতরাং, ১২ কেজি বোতলজাত এলপি গ্যাসের (সিলিন্ডার) নির্ধারিত মূল্য ১,০৭৪ টাকা শীর্ষক যমুনা টিভির এক বছরের পুরোনো সংবাদকে সাম্প্রতিক দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

গণভবনে মদের আড্ডা দাবিতে শেখ হাসিনাকে জড়িয়ে সময় টিভির নামে ভুয়া ফটোকার্ড প্রচার

0

গত ০৫ আগস্ট গণআন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর আওয়ামী লীগের অনেক এমপি-মন্ত্রী দেশ ছেড়েছেন বলে অভিযোগ রয়েছে। এর মধ্যে গত ১৩ আগস্ট শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয় বলে গণমাধ্যমে এসেছে। এরপর তাদের রিমান্ডে নিলে সালমান এফ রহমান অনেক গোপন তথ্য দিয়েছেন বলে খবর পাওয়া যায় গণমাধ্যমের প্রতিবেদন থেকে।

এরই প্রেক্ষিতে, ‘সপ্তাহে অন্তত ২ দিন গণভবনে বসতো মদের আড্ডা, অংশগ্রহণ করতেন প্রধানমন্ত্রী নিজেওঃ সালমান এফ রহমান’ শীর্ষক তথ্যে বা শিরোনামে সময় টিভির লোগো সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘সপ্তাহে অন্তত ২ দিন গণভবনে বসতো মদের আড্ডা, অংশগ্রহণ করতেন প্রধানমন্ত্রী নিজেওঃ সালমান এফ রহমান’ শীর্ষক তথ্যে বা শিরোনামে সময় টিভি কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি বরং, সময় টিভির আদলে নকল ফটোকার্ডটি তৈরি করে ভুয়া দাবিটি প্রচার করা হয়েছে। 

অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণে দেখা যায়, ফটোকার্ডটিতে সময় টিভির লোগো এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ২৬ আগস্ট, ২০২৪ উল্লেখ করা হয়েছে। উক্ত তথ্যের সূত্রে ২৬ আগস্ট আলোচিত দাবিতে সময় টিভি কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেছে কিনা সে বিষয়ে জানতে সময় টিভির ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যালোচনা করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও সময় টিভির ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল পর্যবেক্ষণ করে আলোচিত দাবির পক্ষে কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।

তাছাড়া, সময় টিভির পেজে প্রচারিত ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামের লেখার ধরণেরও ভিন্নতা পরিলক্ষিত হয়।

Comparison: Rumor Scanner 

উক্ত দাবির বিষয়ে পরবর্তী অনুসন্ধানে অন্যান্য গণমাধ্যমেও এমন কোনো তথ্য পাওয়া যায়নি 

সুতরাং, সপ্তাহে অন্তত ২ দিন গণভবনে বসতো মদের আড্ডা, অংশগ্রহণ করতেন প্রধানমন্ত্রী নিজেওঃ সালমান এফ রহমান শীর্ষক দাবিতে সময় টিভির লোগো ব্যবহার সামাজিক মাধ্যমে প্রচারিত ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

ঢাবিতে ছাত্রশিবিরের স্লোগানের দৃশ্য দাবিতে ইবির ভিন্ন ঘটনার ভিডিও প্রচার

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির অনেক বছর পর প্রকাশ্যে মিছিল ও স্লোগান দিচ্ছে শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবিরের স্লোগান দেওয়ার দৃশ্য নয় বরং কুষ্টিয়ার ইসলামি বিশ্ববিদ্যালয়ে তাকবির নিয়ে প্রশ্ন তোলায় সাধারণ শিক্ষার্থীদের ‘তাকবির ও বিক্ষোভ মিছিল’ কর্মসূচির ভিডিও উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।

অনুসন্ধানে গত ২২ আগস্ট ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি – ইবিসাস এর ফেসবুক পেজে “ইবিতে তাকবির নিয়ে প্রতিহিংসামূলক ও রাজনৈতিক কালিমা লেপনের প্রতিবাদে তাকবির ও বিক্ষোভ…” শীর্ষক শিরোনামে প্রচারিত একটি লাইভ ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর বেশ কিছু দৃশ্যের সাথে প্রচারিত ভিডিওর বেশ কিছু অংশের মিল রয়েছে।

Comparison: Rumor Scanner

এছাড়া দেশের মূল ধারার গণমাধ্যম চ্যানেল২৪ এর ওয়েবসাইটে গত ২২ আগস্ট “সরকার পতনের পর তাকবির স্লোগান দেয়া নিয়ে আপত্তি, ইবিতে অভিনব প্রতিবাদ” শিরোনামে একটি সংবাদ খুঁজে পাওয়া যায়।

উক্ত সংবাদের বরাতে জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিয়ে গঠিত ‘সংবর্ত-৩৬’ নামের ফেসবুক পেইজে গত ২১ আগস্ট ‘জুলাইয়ের দিনগুলোর স্মৃতিচারণ’ অনুষ্ঠানের একটি লাইভ আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানটি মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়কার বিভিন্ন কথাবার্তা ও স্মৃতিচারণের উদ্দেশ্যে আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সহ-সমন্বয়করা অংশ নেন। অনুষ্ঠানের এক পর্যায়ে সঞ্চালিকা জান্নাত মীম সরকার পতনের দিন ক্যাম্পাসে ‘লিল্লাহি তাকবির, আল্লাহু আকবার’ স্লোগান কেন দেয়া হলো তা জানতে চাইলেই সমালোচনার সৃষ্টি হয়। পরবর্তীতে তার এই প্রশ্নের প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা ২২ আগস্ট ‘তাকবির ও বিক্ষোভ মিছিল’ কর্মসূচির ডাক দেয় ও প্রতিবাদ করে।

সুতরাং, ইসলামী বিশ্ববিদ্যালয়ে তাকবির নিয়ে প্রশ্ন তোলায় সাধারণ শিক্ষার্থীদের করা ‘তাকবির ও বিক্ষোভ মিছিল’ কর্মসূচির ভিডিও বহু বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মিছিল ও স্লোগানের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র 

ফেনীর দাগনভূঞার মাতুভূঞা ব্রিজের নিচে অর্ধগলিত ১০টি লাশ পাওয়ার দাবিটি গুজব

0

সম্প্রতি  ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা ভারী বৃষ্টিপাতের ফলে বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন অর্ধকোটির বেশি। সরকারী হিসেবে এখন পর্যন্ত ৫৪ জন মানুষের মৃত্যুর তথ্য জানা গেছে। এরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দাবি প্রচার করা হচ্ছে, “দাগনভূঞার মাতুভূঞা ব্রীজের নীচে অর্ধগলিত ১০টি লাশ স্রোতের টানে ভেসে এসেছে !”

দাগনভূঞার

উক্ত দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ফেনীর দাগনভূঞার মাতুভূঞা ব্রিজের নিচে অর্ধগলিত ১০টি লাশ পাওয়ার দাবিটি সত্য নয়, বরং কোনোরকম নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচারিত হচ্ছে। 

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো বিশ্বস্ত তথ্যপ্রমাণের (ছবি, ভিডিও) উল্লেখ পাওয়া যায়নি। 

অতঃপর, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করেও আলোচিত দাবির স্বপক্ষে গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। 

এ বিষয়ে নিশ্চিত হতে দাগনভূঁইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাশিমের সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম। তিনি আমাদেরকে নিশ্চিত করেন, ব্রিজের নিচে আলোচিত দাবির মতো অর্ধগলিত কোনো লাশ পাওয়া যায়নি। তবে, ব্রিজের নিচে মুরগির লাশ পাওয়া গিয়েছে। 

এ বিষয়ে মাতুভূঞা ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের সদস্য আবুল হোসেনের সাথেও কথা হয়েছে আমাদের।  তিনিও দাবিটি মিথ্যা বলেই আমাদের নিশ্চিত করেন। তিনি জানান, এরকম কোনো লাশ পাওয়া যায়নি। দাবিটি গুজব।

এছাড়া, ৯ নং ওয়ার্ডের সদস্য ইমাম হোসেন জানান, মাতুভূঞা ব্রিজের নিচে লাশ পাওয়ার ব্যাপারে এখন পর্যন্ত বিশ্বস্ত সূত্রে তিনি কোনো তথ্যপ্রমাণ পাননি।

সুতরাং, ফেনীর দাগনভূঞার মাতুভূঞা ব্রিজের নিচে অর্ধগলিত ১০টি লাশ পাওয়ার দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

  • Statement of Abul Hashim, Officer In Charge, Dagonbhuiyan Thana
  • Abul Hossen, 02 No. Ward Member, Matubhuiyan Union Parishad
  • Imam Hossen, 09 No. Ward Member, Matubhuiyan Union Parishad 
  • Rumor Scanner’s own analysis

বন্যার্তদের সহযোগিতার দাবিতে আতিকাকে জড়িয়ে যমুনা টিভির ভুয়া ফটোকার্ড প্রচার

0

সম্প্রতি অতি বৃষ্টি ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের ফলে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার কিছু এলাকা প্লাবিত হয়েছে।

এরই প্রেক্ষিতে “বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য এক কোটি টাকা দান করলেন ছাত্রলীগ নেত্রী আতিকা বিনতে হোসাইন ও তার পরিবার” শীর্ষক তথ্যে বা শিরোনামে বেসরকারি ইলেকট্রনিক সংবাদমাধ্যম যমুনা টেলিভিশন এর ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

বন্যার্তদের

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আতিকা বিনতে হোসাইন ও তাঁর পরিবার বন্যার্তদের এক কোটি টাকা দান করলেন জানিয়ে মূলধারার ইলেকট্রনিক সংবাদমাধ্যম যমুনা টিভি বা অন্য কোনো গণমাধ্যম এমন কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। 

অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। পর্যবেক্ষনে দেখা যায়, ফটোকার্ডটিতে যমুনা টিভির লোগো এবং এটি  প্রকাশের তারিখ হিসেবে ২৭ আগস্ট, ২০২৪ তারিখের কথা উল্লেখ করা হয়েছে।

Screenshot: Facebook

উক্ত তথ্যের সূত্র ধরে যমুনা টিভি‘র ভেরিফাইড ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যালোচনা করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও যমুনা টিভি’র ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল বা অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। 

আলোচিত ফটোকার্ডের সাথে যমুনা টিভির পেজে প্রচারিত ফটোকার্ডের গ্রাফিক্যাল ডিজাইনের মিল থাকলেও আলোচিত ফটোকার্ডের শিরোনামে ব্যবহৃত ফন্টের সাথে যমুনা টিভির সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টগুলোতে প্রচারিত ফটোকার্ডের পার্থক্য পরিলক্ষিত হয়।

Photocard Comparison By Rumor Scanner

এছাড়াও, দেশের শীর্ষস্থানীয় কোনো গণমাধ্যমে আলোচিত দাবি সমর্থিত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং, ‘বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য এক কোটি টাকা দান করলেন ছাত্রলীগ নেত্রী আতিকা বিনতে হোসাইন ও তার পরিবার’ শীর্ষক শিরোনামে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র