উপবৃত্তি এবং বিভিন্ন ভাতা বন্ধের গুজব

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের গণআন্দোলনের মুখে গত ০৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর গত ০৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ড. মুহাম্মদ  ইউনূস। বাংলাদেশে সম্প্রতি এই রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষিতে, শিক্ষার্থীদের সব ধরনের উপবৃত্তি বন্ধ এবং বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃকালীন ভাতা, প্রতিবন্ধীসহ অন্যান্য সবধরনের ভাতা আপাতত বন্ধ করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দাবিকরা হয়েছে।

উপবৃত্তি

ছাত্রছাত্রীদের উপবৃত্তি দাবিতে প্রচারিত ফেসবুক পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

অন্যান্য সব ভাতা বন্ধ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সামাজিক মাধ্যমে প্রচারিত শিক্ষার্থীদের সব ধরনের উপবৃত্তি বন্ধ এবং সরকারের সামাজিক সুরক্ষা খাতের সকল ভাতা আপাতত বন্ধ করার তথ্যটি সঠিক নয়। বরং, কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিগুলো সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে।

দাবিগুলোর সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে মূলধারার কোনো গণমাধ্যমে আলোচিত দাবিগুলোর সপক্ষে কোনো সংবাদ পাওয়া যায়নি।

এছাড়া, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইট, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ওয়েবসাইট, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইট, কারিগরি শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইট, সমাজসেবা অধিদফতর ওয়েবসাইট, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট পর্যবেক্ষণ করে আলোচিত দাবিগুলোর সপক্ষে কোনো নোটিশ পাওয়া যায়নি।

পরবর্তীতে শিক্ষার্থীদের সব ধরনের উপবৃত্তি বন্ধ দাবির সত্যতা যাচাইয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, সচিবের একান্ত সচিব, মোঃ জাকির হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি শিক্ষার্থীদের সব ধরনের উপবৃত্তি বন্ধ হওয়ার দাবিটি সত্য নয় বলে রিউমর স্ক্যানারকে নিশ্চিত করেন।

এছাড়া, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃকালীন ভাতা, প্রতিবন্ধীসহ অন্যান্য সবধরনের ভাতা আপাতত বন্ধ করা হয়েছে কিনা জানতে তেজগাঁও সার্কেল, ঢাকা, সমাজসেবা অফিসার মো: বাহাউদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি রিউমর স্ক্যানারকে জানান, এটা সম্পূর্ণ ভুয়া। বর্তমান সরকারকে বিপদে ফেলার ষড়যন্ত্র। 

সুতরাং, শিক্ষার্থীদের সব ধরনের উপবৃত্তি বন্ধ এবং বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃকালীন ভাতা, প্রতিবন্ধীসহ অন্যান্য সব ধরনের ভাতা আপাতত বন্ধ দাবিতে সামাজিক মাধ্যমে প্রচারিত দাবিগুলো মিথ্যা ও বানোয়াট।

তথ্যসূত্র

  • স্টেটমেন্ট: মোঃ জাকির হোসেন, সচিবের একান্ত সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
  • স্টেটমেন্ট: মো: বাহাউদ্দিন, সমাজসেবা অফিসার, তেজগাঁও সার্কেল, ঢাকা।
  • Rumor Scanner’s Own Analysis

আরও পড়ুন

spot_img