গতকাল (৩০ আগস্ট) মুক্তি পেয়েছে ভিডিও গেম স্টার ওয়ার্স আউটলস। এরই প্রেক্ষিতে, প্রথমবারের মত স্টার ওয়ার্স ভিডিও গেম বাজারে আসছে দাবিতে একটি তথ্য গণমাধ্যমের সংবাদ প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে।
গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখুন সময় টিভি (ইউটিউব), সময় টিভি (ফেসবুক)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘স্টার ওয়ার্স আউটলস’ স্টার ওয়ার্স ভিডিও গেমস সিরিজের প্রথম ভিডিও গেম নয় বরং পূর্বেও বিভিন্ন সময়ে স্টার ওয়ার্স এর একাধিক ভিডিও গেম প্রকাশিত হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ইন্টারনেট মুভি ডাটাবেজ (আইএমডিবি) এর ওয়েবসাইটে ভিডিও গেম ‘Star Wars: The Empire Strikes Back’ বিষয়ে একটি নিবন্ধ (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়।
ওয়েবসাইটে প্রকাশিত তথ্য থেকে জানা যায়, ‘স্টার ওয়ার্স: দ্য এমপায়ার স্ট্রাইকস ব্যাক’ নামক ভিডিও গেমটি ১৯৮২ সালে মুক্তি পায়।
এছাড়া স্টার ওয়ার্স এর ওয়েবসাইটে গত ৪ জুন তারিখে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ‘Star Wars: Hunters’ নামক গেমটি গত ৪ জুন মুক্তি পায়। এটি Star Wars: Outlaws এর পূর্বে মুক্তি পায়।
অনুসন্ধানে স্টার ওয়ার্স এর ওয়েবসাইট থেকে এটি ‘Star Wars: Outlaws’ এর পূর্বে Star Wars Jedi: Survivor, LEGO Star Wars: The Skywalker Saga, Star Wars Eclipse, Star Wars Jedi: Fallen Order, Star Wars: Galaxy of Heroes ছাড়াও একাধিক গেম মুক্তি পাওয়ার তথ্য পাওয়া যায়।
সুতরাং, প্রথমবারের মত স্টার ওয়ার্স ভিডিও গেম বাজারে আসছে দাবিতে কতিপয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ প্রতিবেদনটি বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Imdb – Star Wars: The Empire Strikes Back
- starwars.com – Star Wars: Hunters
- starwars.com – Website