গত ০৫ আগস্ট গণআন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর আওয়ামী লীগের অনেক এমপি-মন্ত্রী দেশ ছেড়েছেন বলে অভিযোগ রয়েছে। এর মধ্যে গত ১৩ আগস্ট শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয় বলে গণমাধ্যমে এসেছে। এরপর তাদের রিমান্ডে নিলে সালমান এফ রহমান অনেক গোপন তথ্য দিয়েছেন বলে খবর পাওয়া যায় গণমাধ্যমের প্রতিবেদন থেকে।
এরই প্রেক্ষিতে, ‘সপ্তাহে অন্তত ২ দিন গণভবনে বসতো মদের আড্ডা, অংশগ্রহণ করতেন প্রধানমন্ত্রী নিজেওঃ সালমান এফ রহমান’ শীর্ষক তথ্যে বা শিরোনামে সময় টিভির লোগো সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘সপ্তাহে অন্তত ২ দিন গণভবনে বসতো মদের আড্ডা, অংশগ্রহণ করতেন প্রধানমন্ত্রী নিজেওঃ সালমান এফ রহমান’ শীর্ষক তথ্যে বা শিরোনামে সময় টিভি কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি বরং, সময় টিভির আদলে নকল ফটোকার্ডটি তৈরি করে ভুয়া দাবিটি প্রচার করা হয়েছে।
অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণে দেখা যায়, ফটোকার্ডটিতে সময় টিভির লোগো এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ২৬ আগস্ট, ২০২৪ উল্লেখ করা হয়েছে। উক্ত তথ্যের সূত্রে ২৬ আগস্ট আলোচিত দাবিতে সময় টিভি কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেছে কিনা সে বিষয়ে জানতে সময় টিভির ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যালোচনা করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও সময় টিভির ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল পর্যবেক্ষণ করে আলোচিত দাবির পক্ষে কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।
তাছাড়া, সময় টিভির পেজে প্রচারিত ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামের লেখার ধরণেরও ভিন্নতা পরিলক্ষিত হয়।
Comparison: Rumor Scanner
উক্ত দাবির বিষয়ে পরবর্তী অনুসন্ধানে অন্যান্য গণমাধ্যমেও এমন কোনো তথ্য পাওয়া যায়নি
সুতরাং, সপ্তাহে অন্তত ২ দিন গণভবনে বসতো মদের আড্ডা, অংশগ্রহণ করতেন প্রধানমন্ত্রী নিজেওঃ সালমান এফ রহমান শীর্ষক দাবিতে সময় টিভির লোগো ব্যবহার সামাজিক মাধ্যমে প্রচারিত ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- কালের কন্ঠ: লুটের অর্থের ভাগ পেতেন রেহানা-জয় : রিমান্ডে সালমানের দাবি
- Rumor Scanner’s Own Analysis