৫ই আগস্ট পুলিশ হত্যা দিবসে শ্রদ্ধা ও বিচারের আশ্বাস দিয়ে পুলিশের আইজিপির বক্তব্য সম্বলিত ভিডিওটি এআই দিয়ে তৈরি

গতকাল ৫ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের বক্তব্য দাবিতে একটি ভিডিও প্রচার করা হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, বাহারুল আলম বলছেন, “৫ই আগস্ট জাতীয় পুলিশ হত্যা দিবসে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। হত্যার বিচার একদিন বাংলার মাটিতে হবে কেউ রেহাই পাবে না।”

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি উপরোল্লিখিত ভিডিও পোস্টগুলো সম্মিলিতভাবে ২ লক্ষ ৫০ হাজারেরও অধিক বার দেখা হয়েছে এবং প্রায় ৯ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে ভিডিওগুলোতে প্রতিক্রিয়া জানানো হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ৫ই আগস্ট পুলিশ হত্যা দিবসে শ্রদ্ধা ও বিচারের আশ্বাস দিয়ে পুলিশের আইজিপি বাহারুল আলমের বক্তব্যের ভিডিওটি আসল নয় বরং, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি ভুয়া ভিডিও।

ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে কোনো বিশ্বস্ত গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে এর অস্তিত্ব পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে আইজিপি বাহারুল আলম এরূপ কোনো বক্তব্য প্রদান করলে তা মূলধারার গণমাধ্যমে প্রচার করা হতো।

এছাড়া, প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করলে ভয়েস ও পারিপার্শ্বিক অবস্থাতেও অস্বাভাবিকতা পরিলক্ষিত হয় যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে পরিলক্ষিত হয়।

উল্লেখ্য, বাংলাদেশ পুলিশের ভেরিফাইড ফেসবুক পেজ পর্যবেক্ষণ করলে গত ৫ আগস্টে আইজিপির বিষয়ে প্রচারিত একটি পোস্ট পাওয়া যায়। পোস্টটিতে বলা হয়, “সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেলের ছবি ব্যবহার করে এ আই জেনারেটেড ভয়েসে একটি ভুয়া ভিডিও ষ্টেটমেন্ট প্রকাশ করা হয়েছে। ভিডিওটিতে আইজিপির স্থিরচিত্রের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) প্রযুক্তি ব্যবহার করে ভয়েস ক্লোনিংয়ের মাধ্যমে একটি বিভ্রান্তিকর বার্তা প্রচার করা হয়েছে।..” তবে, পোস্টটিতে কোন ভিডিওটির বিষয়ে বলা হয়েছে তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি।

সুতরাং, এআই দিয়ে তৈরি একটি ভিডিওকে ৫ই আগস্ট পুলিশ হত্যা দিবসে শ্রদ্ধা ও বিচারের আশ্বাস দিয়ে পুলিশের আইজিপি বাহারুল আলমের বক্তব্যের আসল দৃশ্য দাবি করে অনলাইনে প্রচার করা হয়েছে, যা মিথ্যা।

তথ্যসূত্র

  • Bangladesh Police – Facebook Post 
  • Rumor Scanner’s analysis

আরও পড়ুন

spot_img