সাদিয়া আয়মানের জন্মদিনের ছবিকে সম্পাদনার মাধ্যমে এডাল্ট ছবি বানিয়ে অপপ্রচার

সম্প্রতি, অভিনেত্রী সাদিয়া আয়মান কেক সামনে নিয়ে আপত্তিকর অবস্থায় বসে আছেন এমন একটি ছবি প্রচার করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 

সাদিয়া আয়মানে

উক্ত ছবি সম্বলিত ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাদিয়া আয়মানের প্রচারিত ছবিটি আসল নয় বরং গত মার্চে নিজের জন্মদিনে কেক নিয়ে কিছু ছবি প্রকাশ করেন সাদিয়া। উক্ত ছবিগুলোর একটিকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আপত্তিকর কনটেন্ট হিসেবে বানিয়ে সম্প্রতি প্রচার করা হচ্ছে। 

এ বিষয়ে অনুসন্ধানে ফেসবুকে পেজে গত ২০ মার্চ প্রকাশিত কিছু ছবি পাওয়া যায়। সেসব ছবির একটির সাথে আলোচিত ছবিটির কিছু অংশ বাদে পারিপার্শ্বিক মিল পাওয়া যায়। সাদিয়া সেদিন তার পোস্টে জানান, সে সময় তার জন্মদিনের কেক সাথে নিয়ে তোলা ছবি এগুলো। 

Comparison: Rumor Scanner 

অর্থাৎ, সাদিয়া আয়মানের পুরোনো ছবি ব্যবহার করে সম্পাদনার মাধ্যমে এডাল্ট ছবি বানিয়ে অপপ্রচার করা হচ্ছে।

সুতরাং, অভিনেত্রী সাদিয়া আয়মান দাবিতে ইন্টারনেটে প্রচারিত ছবিটি সম্পাদিত।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img