বন্যা পরিস্থিতিতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে সকলকে ৬৯৯৯ টাকা প্রদানের ভুয়া প্রচারণা

ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা ভারী বৃষ্টিপাতের ফলে দেশের বেশ কয়েকটি জেলায় আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে ছাত্র জনতা মিলে দেশের প্রতিটি প্রান্তে বন্যার্তদের সহায়তার জন্যে নগদ অর্থ ও ত্রাণ সংগ্রহ করেন। পাশাপাশি বিপুল সংখ্যক মানুষ বন্যার্তদের সহায়তার জন্যে ইসলামি ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহর প্রতিষ্ঠান আস-সুন্নাহ ফাউন্ডেশনকেও নগদ অর্থ প্রদান করছেন। এর প্রেক্ষিতে সম্প্রতি, আস-সুন্নাহ ফাউন্ডেশন বর্তমান ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে দেশের সকল নাগরিককে বিকাশে ৬৯৯৯ টাকা করে আর্থিক সহায়তা দিচ্ছে দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

আস-সুন্নাহ

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বর্তমান বন্যা পরিস্থিতিতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশের সকল নাগরিককে ৬৯৯৯ টাকা দেওয়ার দাবিটি সঠিক নয় বরং ভুয়া ওয়েবসাইট তৈরি করে প্রতারণার উদ্দেশ্যে এমন প্রলোভন দেখানো হচ্ছে।

অনুসন্ধানে আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে ৬৯৯৯ টাকা পাওয়ার প্রলোভন দেখানো ওয়েবসাইটে প্রবেশের জন্যে একাধিকবার চেষ্টা করা হলেও ওয়েবসাইটটিতে প্রবেশ করা সম্ভব হয়নি।

পরবর্তীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে বর্তমান বন্যা পরিস্থিতিতে দেশের সকল নাগরিককে উক্ত পরিমাণ অর্থ প্রদান করার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা জানতে অনুসন্ধানে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ফেসবুক পেজ, ওয়েবসাইট পর্যলোচনার পাশপাশি গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য কোনো সূত্রেও কোনো তথ্য পাওয়া যায়নি। 

সুতরাং, বর্তমান বন্যা পরিস্থিতিতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে বিকাশে ৬৯৯৯ টাকা দিচ্ছে দাবিতে ইন্টারনেটে প্রচারিত বিষয়টি সম্পূর্ণ ভুয়া ও প্রতারণামূলক।

তথ্যসূত্র

  • Rumor Scanner’s Own Analysis

আরও পড়ুন

spot_img