সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি প্রচার করা হয়েছে, ‘সেরা বিশ জন বিজ্ঞানীর মধ্যে সজীব ওয়াজেদ জয় ১ম স্থান পেলেন’।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সেরা বিশ জন বিজ্ঞানীর মধ্যে সজীব ওয়াজেদ জয় ১ম স্থান পাওয়ার দাবিটি সঠিক নয়। কোনো সুখ্যাত প্রতিষ্ঠান এরূপ কোনো তথ্য প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে। এছাড়া, প্রচারিত ছবিটি ২০১৬ সালে সজীব ওয়াজেদের ‘ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড ফর আইসিটি’ পুরষ্কার জয়ের ছবি যা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) গ্রহণের প্রথম বার্ষিকী উপলক্ষে টেকসই উন্নয়নের একটি হাতিয়ার হিসেবে প্রতিযোগিতামূলক আইসিটির গুরুত্ব তুলে ধরতে ২০১৬ সালে নিউইয়র্কের হোটেল মিলেনিয়ামে উচ্চপর্যায়ের একটি অভ্যর্থনা অনুষ্ঠানে প্রদান করা হয়েছিল।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি নিয়ে রিভার্স সার্চে দেশিয় মূলধারার গণমাধ্যম ‘দ্য ডেইলি স্টার’ এর ওয়েবসাইটে ‘Joy receives ‘ICT for Development Award’’ শিরোনামে ২০১৬ সালের ২০ সেপ্টেম্বরে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে একটি ছবিরও সংযুক্তি পাওয়া যায়, যার সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির মিল পাওয়া যায়।

প্রতিবেদনে ছবিটির বর্ণনায় বলা হয়, ‘(সাবেক) প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ২০১৬ সালের ১৯ সেপ্টেম্বর, মঙ্গলবার নিউইয়র্কের হোটেল মিলেনিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে মার্কিন অভিনেতা রবার্ট ডাভির কাছ থেকে ‘আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড’ গ্রহণ করেন।’ (অনূদিত)
এরই সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে জাতীয় দৈনিক প্রথম আলো’র ওয়েবসাইটে ‘ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড ফর আইসিটি পেলেন সজীব ওয়াজেদ’ শিরোনামে এ বিষয়ে ২০১৬ সালের ২১ সেপ্টেম্বরে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, ‘‘ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড ফর আইসিটি’ পেয়েছেন (সাবেক) প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা ও তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়। সুদূরপ্রসারী উদ্যোগের মাধ্যমে বাংলাদেশকে ডিজিটাল বিশ্বের সড়কে পৌঁছে দেওয়ার স্বীকৃতি হিসেবে এই পুরস্কার পান তিনি। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) গ্রহণের প্রথম বার্ষিকী উপলক্ষে টেকসই উন্নয়নের একটি হাতিয়ার হিসেবে প্রতিযোগিতামূলক আইসিটির গুরুত্ব তুলে ধরতে গত সোমবার (১৯ সেপ্টেম্বর ২০১৬) রাতে নিউইয়র্কের হোটেল মিলেনিয়ামে উচ্চপর্যায়ের একটি অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রখ্যাত অভিনেতা রবার্ট ডাবি এই জমকালো অনুষ্ঠানে সজীব ওয়াজেদের হাতে ওই পুরস্কার তুলে দেন।
ওয়ার্ল্ড অর্গানাইজেশন অব গভর্ন্যান্স অ্যান্ড কমপিটিটিভনেস, প্ল্যান ট্রিফিনিও, গ্লোবাল ফ্যাশন ফর ডেভেলপমেন্ট ও যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নিউ হ্যাভেনের স্কুল অব বিজনেস যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১তম অধিবেশন উপলক্ষে এ বছর চালু করা হয়েছে পুরস্কারটি। প্রতিবছর এই পুরস্কার দেওয়া হবে।অনুষ্ঠানে (সাবেক) প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। এ ছাড়া বাংলাদেশ ও অন্যান্য দেশের মন্ত্রী ও উচ্চপর্যায়ের রাজনৈতিক নেতা, জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের প্রধান, রাষ্ট্রদূত, বেসরকারি খাত ও সুশীল সমাজের নেতা ও খ্যাতিমান তারকারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।’
এছাড়াও, এ বিষয়ে দেশিয় একাধিক মূলধারার গণমাধ্যমে ২০১৬ সালে প্রতিবেদন প্রকাশ হতে দেখা যায়। অর্থাৎ, আলোচিত ছবির সাথে ‘সেরা বিশ জন বিজ্ঞানীর মধ্যে সজীব ওয়াজেদ জয়ের ১ম স্থান অর্জন’ এর দাবির কোনো সম্পৃক্ততা নেই।
পরবর্তীতে আলোচিত দাবির বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও মূলধারার গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে কোনো সুখ্যাত প্রতিষ্ঠান কর্তৃক সেরা বিশ জন বিজ্ঞানীর মধ্যে সজীব ওয়াজেদ জয়ের ১ম স্থান অর্জনের দাবির সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
সুতরাং, ‘সেরা বিশ জন বিজ্ঞানীর মধ্যে সজীব ওয়াজেদ জয় ১ম স্থান পেলেন’ শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- The Daily Star – Joy receives ‘ICT for Development Award’
- Prothom Alo – ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড ফর আইসিটি পেলেন সজীব ওয়াজেদ
- Rumor Scanner’s analysis