এ বছরের দুর্গাপূজায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কথিত নেতাকর্মীরা পূজার মণ্ডপে নেচেছেন দাবিতে ‘সামান্য কিছু ভোটের আশায় জামায়াত নেতা পূজা মণ্ডপে নাচতেছে এরা কিভাবে শরীয়া আইন প্রতিষ্ঠা করবে?’ শীর্ষক শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে। প্রচারিত ভিডিওতে দাঁড়ি-টুপিওয়ালা একজন বয়স্ক ব্যক্তিকে দুর্গাপূজার মণ্ডপে অপর একজন ব্যক্তির সাথে নাচতে দেখা যায়।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত একই ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, দুর্গাপূজার মণ্ডপে দাঁড়ি-টুপিওয়ালা ব্যক্তির নাচের ভিডিওটি বাংলাদেশের নয়। প্রকৃতপক্ষে, ভিডিওটি ২০২২ সালে ভারতের কলকাতার মোহাম্মদ আলী পার্কের দুর্গাপূজার মণ্ডপে ধারণ করা হয়। সে সময় ভিডিওটি ব্যাপক আলোচনার সৃষ্টি করে।
আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে The Logical Indian নামের ভারতীয় একটি অনলাইনভিত্তিক গণমাধ্যমের ফেসবুক পেজে ২০২২ সালের ৪ অক্টোবর একই ভিডিও প্রচার হতে দেখা যায়।

ভিডিওটির শিরোনাম থেকে জানা যায়, এটি ২০২২ সালের দুর্গাপূজার সময় কলকাতার মোহাম্মদ আলী পার্ক মন্ডপে ধারণ করা হয়েছে। সে সময় ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়টিও আলোচনায় আসে বলে পোস্টে উল্লেখ করা হয়। তবে ভিডিওতে দেখতে পাওয়া মুসলিম ব্যক্তির কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা রয়েছে কিনা এ বিষয়ে পোস্টে কোনো তথ্য উল্লেখ পাওয়া যায়নি।
পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে আরেক ভারতীয় গণমাধ্যম Times Now News এর ওয়েবসাইটেও একই ভিডিও খুঁজে পাওয়া যায়। সেখানেও ভিডিওটি সম্পর্কিত একই তথ্য মেলে। তবে অনুসন্ধানে উক্ত মুসলিম ব্যক্তির সাথে ভারতের জামায়াতে ইসলামী কিংবা বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো যোগসূত্র আছে কিনা তা জানা যায়নি। যেহেতু ভিডিওটি ২০২২ সালের এবং ভারতের, সেহেতু এর সাথে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কোনো সম্পর্ক নেই।
সুতরাং, ভোটের জন্যে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা দুর্গাপূজার মণ্ডপে নেচেছেন দাবিতে ভারতের ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- The Logical Indian Facebook Post
- Times Now News Website: Kolkata: Hindu, Muslim men dance to celebrate Durga Puja together at Mohammad Ali Park – Watch viral video