বাংলাদেশে এক ব্যক্তির ওপর দিয়ে গাড়ি চালানোর ভিডিও দাবিতে ভারতের ভিডিও প্রচার 

সম্প্রতি অনলাইনে একটি ভিডিও প্রচার করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে রাস্তার মধ্যে এক ব্যক্তির ওপরে গাড়ি উঠেছে। ভিডিওটি প্রচার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘প্রথমে তাকে মেরে আহত করা হয়, তারপরে উপর দিয়ে গাড়ি চালিয়ে যায়, হায়রে নিষ্টুর দেশ’।

ভিডিওটির মন্তব্য সেকশন পর্যবেক্ষণ করলে বাংলাদেশের ভিডিও মর্মে অনেক নেটিজেনকে মন্তব্য করতে দেখা যায়।

অর্থাৎ, দাবি করা হয়েছে, ভিডিওটি বাংলাদেশে এক ব্যক্তির ওপর দিয়ে গাড়ি চালানোর দৃশ্যের।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

এরূপ দাবিতে ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বাংলাদেশের নয় বরং এটি ভারতের হরিয়ানা রাজ্যের গুরুগ্রাম এলাকায় ঘটা ঘটনার দৃশ্য।

এ বিষয়ে অনুসন্ধানে ভারতীয় সংবাদমাধ্যম ‘ফ্রি প্রেস জার্নাল’ এর ওয়েবসাইটে গত ০৩ সেপ্টেম্বরে সর্বশেষ আপডেট হওয়া একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে একটি ছবিরও সংযুক্তি পাওয়া যায়, যার সাথে আলোচিত দাবিতে প্রচারিত ঘটনার দৃশ্যের মিল পাওয়া যায়। 

Comparison : Rumor Scanner

এছাড়াও, প্রতিবেদনে আলোচিত ঘটনার একটি ভিডিওরও সংযুক্তি পাওয়া যায়। ঘটনার বিষয়ে প্রতিবেদনে বলা হয়, ‘গত ২৮ আগস্ট সন্ধ্যায় গুরগাঁওয়ের ভূতেশ্বর মন্দির চৌকের কাছে রাস্তায় মদ্যপ অবস্থায় পড়ে থাকা এক ব্যক্তির ওপর দিয়ে একটি গাড়ি চলে যায়। সৌভাগ্যক্রমে তিনি সামান্য আঘাত পেয়েই প্রাণে বেঁচে যান। পুরো ঘটনাটি পথচারীদের মোবাইলে ধারণ করা হয় এবং পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। প্রতিবেদন অনুযায়ী, ওই ব্যক্তি ভূতেশ্বর চৌকের কাছে ব্যস্ত সড়কের মাঝখানে মদ্যপ অবস্থায় অচেতনভাবে পড়ে ছিলেন। কয়েকজন পথচারী তাকে জাগানোর চেষ্টা করলেও তিনি কোনো সাড়া দেননি। আশপাশে যানবাহন চলাচল সত্ত্বেও তিনি রাস্তা থেকে নড়েননি। এসময় উপস্থিত লোকজন মোবাইলে ভিডিও ধারণ করতে থাকলে একটি গাড়ি এগিয়ে এসে তার ওপর দিয়ে চলে যায়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে, অনেকে ধারণা করেন তিনি মারা গেছেন। কিন্তু গাড়িটি চলে যাওয়ার পর হঠাৎ করেই ওই ব্যক্তি উঠে বসেন, যা দেখে সবাই হতবাক হয়ে যান।’ (অনূদিত)

এছাড়াও, এ বিষয়ে আরো একাধিক ভারতীয় সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশ হতে দেখা যায়, যার সবগুলোতেই আলোচিত ঘটনাটি ভারতের হরিয়ানার গুরুগ্রাম (গুরগাঁও) ঘটেছে বলে উল্লেখ করা হয়। এছাড়াও, রাস্তায় পড়ে থাকা ব্যক্তির উপর দিয়ে চলা গাড়ির নাম্বারপ্লেটে গাড়ির নাম্বার হিসেবে দেখা যায়, ‘24 BH 3792 B’. উল্লেখ্য, এরূপ নাম্বারপ্লেট বাংলাদেশে ব্যবহৃত হয় না।

এ থেকে নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত ভিডিওটি মূলত ভারতের।

সুতরাং, ভারতে এক ব্যক্তির ওপর দিয়ে গাড়ি চালানোর দৃশ্যকে বাংলাদেশের ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img