সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে জড়িয়ে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, “এবার সচিবালয়ের ভিতরই ডাস্টবিন শফিক বলে চিৎকার।”

উক্ত দাবির ফেসবুক ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সচিবালয়ের নয় এবং এতে ডাস্টবিন শফিক বলে চিৎকারও শোনা যায়নি। প্রকৃতপক্ষে, ৩১ অক্টোবর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপের সাধারণ ভিডিওর সাথে ভিন্ন অডিও যুক্ত করে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ফেসবুকে মূল ধারার গণমাধ্যম সময় টিভির পেজে ৩১ অক্টোবর প্রকাশিত একটি ভিডিওর সাথে আলোচিত ভিডিওর সাদৃশ্য পাওয়া যায়।

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, শফিকুল সাংবাদিকদের সামনে বক্তব্য দেওয়ার সময় মাইকে ‘স্যার’ বা সমজাতীয় একটি শব্দ উচ্চারিত হয়। এ সময় তিনি শব্দের উৎসের দিকে ফিরে তাকান।
অর্থাৎ, এই ভিডিওটি প্রচার করে শফিকুল আলমকে ডাস্টবিন শফিক বলে চিৎকার দেওয়া হয়েছে শীর্ষক যে দাবি করা হচ্ছে তা সঠিক নয়৷
আলোচিত দাবির ভিডিওটিতে ‘এই ডাস্টবিন শফিক’ শীর্ষক ভিন্ন একটি অডিও যুক্ত করা হয়েছে যা মূল ভিডিওতে ছিল না।
জাতীয় দৈনিক প্রথম আলোর এক প্রতিবেদন থেকে জানা যায়, প্রেস সচিব ৩১ অক্টোবর দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই কন্যা ফাউন্ডেশন আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। এই ভিডিও ফুটেজটি সে সময়েরই। সময় টিভির প্রচারিত বক্তব্য এবং প্রথম আলোর প্রতিবেদনে থাকা বক্তব্য থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যাচ্ছে। প্রতিবেদনে উক্ত স্থানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার বিষয়ে উল্লেখ পাওয়া যায়নি।
পরবর্তীতে, অন্যান্য গণমাধ্যমেও এ সংক্রান্ত দাবির বিষয়ে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, সচিবালয়ের ভেতর ডাস্টবিন শফিক বলে চিৎকার দাবিতে নোবিপ্রবিতে শফিকুলের সাক্ষাৎকারের ভিডিওতে ভিন্ন অডিও যুক্ত করে প্রচার করা হয়েছে ; যা সম্পাদিত।
তথ্যসূত্র
- Somoy Tv: Facebook Video





