সম্প্রতি, “যমুনায় ৩ বাহিনীর প্রধান, দেশে জরুরি অবস্থা জারি, ইউনুস হাউস এরেস্ট” শীর্ষক শিরোনামে জাতীয় দৈনিক কালের কণ্ঠ পত্রিকার ফটোকার্ডের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উল্লিখিত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, “যমুনায় ৩ বাহিনীর প্রধান, দেশে জরুরি অবস্থা জারি, ইউনুস হাউস এরেস্ট” শীর্ষক শিরোনামে কালের কণ্ঠ কোনো প্রতিবেদন বা ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, কালের কণ্ঠের ফটোকার্ডের প্রচলিত ডিজাইন প্রযুক্তির সহায়তায় নকল করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি করে পর্যবেক্ষনে দেখা যায়, এটিতে কালের কণ্ঠের লোগো এবং তারিখ হিসেবে ০১ নভেম্বর, ২০২৫ উল্লেখ রয়েছে।
উল্লিখিত তথ্যের সূত্র ধরে কালের কণ্ঠের ফেসবুক পেজে আলোচিত ফটোকার্ডটির অস্তিত্ব মেলেনি। তবে, সংবাদমাধ্যমটির ওয়েবসাইটে গত ০১ নভেম্বরে ‘প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় তিন বাহিনী প্রধান’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি সূত্রের বরাতে প্রকাশিত এই প্রতিবেদনটিতে বলা হচ্ছে, এটি প্রধান উপদেষ্টার কল অন কোনো বৈঠক ছিল না। বরং, তিন বাহিনীর প্রধানরা নিজেরা আলোচনা করে প্রধান উপদেষ্টার কাছে গিয়েছিলেন। তবে, ঠিক কী বিষয়ে এবং কী আলোচনা হবে সে বিষয়ে প্রতিবেদনটিতে কোনো তথ্যের উল্লেখ পাওয়া যায়নি।
তাছাড়া, পর্যবেক্ষণে আলোচিত দাবি সম্বলিত ফটোকার্ডটির বানান এবং শব্দ বিন্যাসে একাধিক ভুল পরিলক্ষিত হয়, যা সাধারণত কালের কণ্ঠের প্রচলিত ফটোকার্ডগুলোয় দেখা যায় না।

পরবর্তীতে, প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজে তিন বাহিনীর প্রধানের সাথে সাক্ষাতের বিষয়ে একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। পোস্টের ক্যাপশন থেকে জানা যায়, প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আসন্ন ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। বৈঠকে সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানরা নির্বাচনের নিরাপত্তা প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন এবং আগামী ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের আয়োজনে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান।
এছাড়া, প্রধান উপদেষ্টা সাম্প্রতিক সময়ে হাউস অ্যারেস্ট হলে স্বাভাবিকভাবে দেশিয় এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে ঢালাওভাবে খবর প্রচার হতো। তবে, এক্ষেত্রে অনুসন্ধানে উক্ত দাবি সমর্থিত কোনো তথ্যের প্রমাণ পাওয়া যায়নি।
সুতরাং, “যমুনায় ৩ বাহিনীর প্রধান, দেশে জরুরি অবস্থা জারি, ইউনুস হাউস এরেস্ট” শিরোনামে কালের কণ্ঠের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Kaler Kantho: Facebook Page
- Kaler Kantho: Website News
- Chief Adviser GOB: Facebook Post
- Rumor Scanner’s Analysis





