নারায়ণগঞ্জের পুরোনো ভিডিওকে ঢাকায় যুবলীগের সম্রাটের মিছিল দাবিতে প্রচার 

সাম্প্রতিক সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী যুবলীগ, তাদের সকল নেতাকর্মীর বহিষ্কার আদেশ প্রত্যাহার করেছে। এরই প্রেক্ষিতে ক্যাসিনো-কাণ্ডে আলোচিত যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের নেতৃত্বে ঢাকায় আওয়ামী লীগের সবচেয়ে বড় মিছিল দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে, এখানে, এখানে এবং এখানে। 

একই দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত ভিডিও দেখুন: এখানে এবং এখানে। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটেরও নয়। প্রকৃতপক্ষে, ২০২৩ সালে নারায়ণগঞ্জে শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিলের ভিডিওকে আলোচত দাবিতে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর একাধিক কী-ফ্রেম রিভার্স সার্চের মাধ্যমে ‘Sokal Narayanganj TV’ নামক ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ০১ নভেম্বরে প্রচার হওয়া একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ৩ মিনিট ৫৪ সেকেণ্ডের ভিডিওটির ১ মিনিট ৫২ সেকেন্ড সময় থেকে উক্ত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে। 

Video Comparison by Rumor Scanner 

মূল ভিডিওটির শিরোনাম এবং ব্যানারে থাকা আজমেরী ওসমানের নাম দেখে নিশ্চিত হওয়া যায় যে, এটি যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের নেতৃত্বে কোনো বিক্ষোভ মিছিলের দৃশ্য নয়। 

পাশাপাশি, একই বিষয়ে ‘নারায়ণগঞ্জ বার্তা ২৪’ নামক এক আঞ্চলিক সংবাদমাধ্যমের ওয়েবসাইটে প্রকাশিত আরেকটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, ২০২৩ সালের নভেম্বর মাসের শুরুতে বিএনপির ডাকা অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জে চারবারের সাবেক এমপি নাসিম ওসমানের পুত্র আজমেরী ওসমানের নেতৃত্বে বিশাল শোডাউন ও মিছিল অনুষ্ঠিত হয়, যেখানে কর্মী-সমর্থকরা সরকারের পক্ষে স্লোগান দিয়ে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে অবস্থান নেন। 

সুতরাং, ২০২৩ সালে নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলের ভিডিওকে সম্প্রতি যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের নেতৃত্বে ঢাকায় আ.লীগের মিছিল দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img