আফগানিস্তানের কাবুলে বোমা হামলার দৃশ্য দাবিতে পাকিস্তানের পুরোনো ভিডিও প্রচার 

গত ১০ অক্টোবর আফগানিস্তানের রাজধানী কাবুলে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। যাকে তালিবান সরকার এবং আফগানিস্তানের স্থানীয় গণমাধ্যমগুলোতে বিমান হামলা বলে দাবি করা হয়েছে। তালিবান সরকার কথিত এই বিমান হামলার জন্যে পাকিস্তানকে দায়ী করেন। এরই প্রেক্ষিতে, ‘পাকিস্তানি আ’মেরিকার এয়ারবাস থেকে, আফগানিস্তানের কাবুলে বো’মা হা’ম’লা করেছেন আমেরিকা!’ শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ভিডিওটি আফগানিস্তানের রাজধানী কাবুলের নয় বরং, গত মার্চে পাকিস্তানে ভারতের অপারেশন সিঁদুরের বোমা হামলার। 

এ বিষয়ে অনুসন্ধানে অস্ট্রেলিয়ান গণমাধ্যম ‘sbsnews_au‘’ এর টিকটক অ্যাকাউন্টে গত ৭ মে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল রয়েছে।

Comparison: Rumor Scanner

ভিডিওর ক্যাপশন থেকে জানা যায়, গত ৭ মে বুধবার পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বিভিন্ন স্থানে একাধিক প্রবল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, তারা নয়টি স্থানে “সন্ত্রাসী অবকাঠামোতে” হামলা চালিয়েছে, আর পাকিস্তান জানিয়েছে যে তারা এর প্রতিক্রিয়া জানাবে। বিস্ফোরণের পর পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তবে এসব বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তার বরাতে বলা হয়, ৭ মে (বুধবার) ভোরে ভারত অন্তত তিনটি স্থানে সীমান্ত পেরিয়ে পাকিস্তান নিয়ন্ত্রিত এলাকায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, এতে এক শিশু নিহত এবং আরও দুইজন আহত হয়েছে। গত মাসে ভারতের নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের ওপর জঙ্গি হামলার ঘটনায় দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। ভারত ওই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে, তবে ইসলামাবাদ এ অভিযোগ অস্বীকার করেছে। (অনূদিত) 

পরবর্তীতে, আইরিশ গণমাধ্যম ‘The Irish Sun’ এর ওয়েবসাইটেও একই তথ্যসংবলিত উক্ত ভিডিওটি খুঁজে পাওয়া যায়। সে সময় এ বিষয়ে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম সংবাদ ( ,, ) প্রকাশ করে।

অর্থাৎ, ভিডিওটি আফগানিস্তানের কাবুলের নয়।

সুতরাং, গত মে মাসে পাকিস্তানে বোমা হামলার দৃশ্যকে সাম্প্রতিক সময়ে আফগানিস্তানের কাবুলে পাকিস্তানের বোমা হামলার ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img