সম্প্রতি,সামাজিক যোগাযোগ মাধ্যমে ড্রাগনের অবয়ব সদৃশ একটি নদীর ছবিকে “পর্তুগালের নীল ড্রাগন নদী মহাকাশ থেকে তোলা ছবি” শীর্ষক শিরোনামে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ড্রাগন রিভারের ছবিটি পর্তুগালের নীল ড্রাগন নদীর ছবি হলেও এটি মহাকাশ থেকে নয় বরং বিমান থেকে তোলা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে জানা যায়, Docious নামের একজন রেডিট ব্যবহারকারী আর্মস্টারডাম থেকে মরকেচে যাওয়ার পথে বিমান থেকে পর্তুগালের ওডেলিট নদী বা ড্রাগন রিভারের এই ছবিটি তোলেন এবং ২০১৫ সালের ১৪ ডিসেম্বর তার রেডিট একাউন্টে ছবিটি পোস্ট করেন।
আলোচিত স্থানের ছবি নিয়ে সামাজিক মাধ্যমে বর্তমানে বেশ প্রচার হলেও, এটি প্রকৃতপক্ষে আলোচনায় আসে ২০১০ সালে যখন স্টিভ রিচার্ডস নামের একজন ফটোগ্রাফার “দ্য ব্ল ড্রাগন” শিরোনামে আকাশ থেকে তোলা এই নদীর একটি ছবি পোস্ট করেন এবং পরবর্তীতে তার Flickr অ্যাকাউন্টের পেজে এর সত্যতা ব্যাখ্যা করেন।
পূর্বেও একই দাবিতে একই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রিউমর স্ক্যানার এ বিষয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে।
তথ্যসূত্র
- VisitPortugal.com: Barragem de Odeleite
- Times of India: Enchanting world: This river in Portugal looks like a ‘Blue Dragon’ from above!
- u/docious: Reddit post
- Steve Richards: Flickr post
- Rumor Scanner Own Analysis