যুদ্ধের এই পোশাকটি মহানবী (সা.) এর নয়

- Advertisement -

সম্প্রতি, “নবীজির যুদ্ধের পোশাক মোবারক” শীর্ষক শিরোনামে একটি যুদ্ধের পোশাকের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হচ্ছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ)।

মহানবী

একই দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ছবিটি হযরত মুহাম্মদ (সাঃ) এর যুদ্ধের পোশাকের নয় বরং এটি তুরস্কের ইস্তাম্বুলের তোপকাপি প্যালেস মিউজিয়ামে অটোমান সুলতান তৃতীয় মুস্তফার যুদ্ধের পোশাকের রেপ্লিকা।

ভিডিওটির কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে, Hannan Miah নামের ইউটিউব চ্যানেলে ২০২০সালের ১০মে “Topkapı Palace Museum Ottoman Arms And Armour Collection, Turkey Istanbul” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পায় রিউমর স্ক্যানার টিম।

উক্ত ভিডিওতে ইস্তাম্বুলের তোপকাপি প্রাসাদে দর্শনার্থীদের জন্য রাখা সংগ্রহশালায় উক্ত পোশাকের ভিডিও খুঁজে পাওয়া যায়।

এছাড়াও, তুরষ্কের সংবাদমাধ্যম “Star Gazetesi তে ২০১৬সালের ২১অক্টোবর “Sultan III. They made a replica of Mustafa’s priceless armor” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

উক্ত প্রতিবেদনে অটোম্যান সুলতান তৃতীয় মুস্তফার যুদ্ধপোশাকের রেপ্লিকা তৈরির বিষয়ে জানা যায়। উক্ত পোশাকটি-ই তোপকাপি প্যালেসে সংরক্ষিত আছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

মূলত, টেলিভিশন সিরিজের দ্বারা প্রভাবিত হয়ে ৬৪ বছর বয়সী সামি এরসিন অটোমান সুলতান তৃতীয় মুস্তফার যুদ্ধের পোশাকের রেপ্লিকা তৈরি করেন। পোশাকটি ইস্তাম্বুলে অবস্থিত তোপকাপি প্যালেস মিউজিয়ামে প্রদর্শনের সময়ে ধারণকৃত ভিডিওকে বর্তমানে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যবহৃত যুদ্ধের পোশাক দাবি করে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে।

উল্লেখ্য, পূর্বেও একই দাবিতে ছবিটি ইন্টারনেটে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে তা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছিল রিউমর স্ক্যানার।

আরও পড়ুন

spot_img