সম্প্রতি, “প্রিয় নবীজির রওজা মোবারক যুদ্ধের পোশাক সুুবাহানাল্লাহ” শীর্ষক তথ্য সম্বলিত একটি যুদ্ধের পোশাকের ছবি সামাজিক মাধ্যম টিকটকে ছড়িয়ে পড়েছে।

টিকটকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ দেখুন এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ছবিটি হযরত মুহাম্মদ (সাঃ) এর যুদ্ধের পোশাকের নয় বরং এটি তুরস্কের ইস্তাম্বুলের তোপকাপি প্যালেস মিউজিয়ামে অটোমান সুলতান মুসতফা তিন এর যুদ্ধের পোশাকের রেপ্লিকা।
রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে,সামাজিক মাধ্যম Tumblr এর ওয়েবসাইটে OTTOMAN EMPIRE নামের একটি পাতায় “SULTAN III. MUSTAFA’NIN ZIRHI, TOPKAPI SARAYI Armor of Sultan Mustafa III, Topkapi Palace (1757-1774)” শিরোনামে প্রকাশিত ছবি খুঁজে পাওয়া যায়।

পরবর্তীতে, তুরষ্কের সংবাদমাধ্যম ANADOLU AJANSI এবং Star Gazetesi তে ২০১৬ সালে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।


মূলত, টেলিভিশন সিরিজের দ্বারা প্রভাবিত হয়ে ৬৪ বছর বয়সী সামি এরসিন অটোমান সম্রাজের সুলতান মুসতফা তিন এর যুদ্ধের পোশাকের রেপ্লিকা তৈরি করেন। পোশাকটি ইস্তাম্বুলে অবস্থিত তোপকাপি প্যালেস মিউজিয়ামে প্রদর্শনের সময়ে ধারণকৃত ভিডিওকে বর্তমানে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যবহৃত যুদ্ধের পোশাক দাবি করে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে।
এছাড়া, টোপকাপি মিউজিয়ামে ঘুরতে আসা দর্শনার্থীদের দ্বারা প্রকাশিত ভিডিওতে এই যুদ্ধের পোশাকটি দেখা যায়।
আরো পড়ুনঃ ছবিগুলো মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যবহৃত সরঞ্জামের নয়
অর্থাৎ, তুরষ্কের সুলতান মোস্তফা তিন এর যুদ্ধের পোশাকের রেপ্লিকার ভিডিওকে বর্তমানে হযরত মুহাম্মদ (সাঃ) এর যুদ্ধের পোশাক দাবিতে সামাজিক মাধ্যম টিকটকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Tumblr: ✧..Ottoman Empire..✧ — SULTAN III. MUSTAFA’NIN ZIRHI, TOPKAPI SARAYI …
- Hannan Miah YouTube: https://www.youtube.com/watch?v=pbtFWU4t_8A
- Star: https://www.star.com.tr/kultur-sanat/sultan-iii-mustafanin-paha-bicilemeyen-zirhinin-replikasini-yaptilar-haber-1151386/
- AA: https://www.aa.com.tr/tr/yasam/dizilerde-gordugu-savas-zirhlarini-yapiyor/674955#