সম্প্রতি, “আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সাঃ) এর যুদ্ধের পোশাক” শীর্ষক শিরোনামে কিছু যুদ্ধের সরঞ্জামের ছবি সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে ভাইরাল এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ছবিতে থাকা যুদ্ধের সরঞ্জামগুলো মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর নয় বরং সসরঞ্জামগুলো অটোমান সাম্রাজ্য সহ অন্যান্য সময়কার।
ছবি যাচাই
মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর যুদ্ধের পোশাক শীর্ষক দাবির পোস্টগুলোতে একটি যুদ্ধের পোশাকের ছবি, তিনটি ভিন্ন শিরস্ত্রাণের ছবি এবং একটি ফতুয়ার ছবি সংযুক্ত রয়েছে।
যুদ্ধের পোশাক
রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে, ফটো শেয়ারিং ওয়েবসাইট পিন্টারেস্ট থেকে একই ছবি খুঁজে পাওয়া যায়। মূলত, পোশাকটি বিক্রয়ের জন্য ই-কমার্স প্ল্যাটফর্ম eBay তে প্রকাশ করা হয়েছিলো কিন্তু বর্তমানে উক্ত লিংকটিতে প্রবেশ করা যায়নি। তবে পিন্টারেস্ট-এ ছবিটির শিরোনাম এবং বিবরণী থেকে জানা যায় এটি অটোমান সাম্রাজ্যের কোনো যোদ্ধার ব্যবহৃত পোশাক এবং পোশাকের বুকের অংশে থাকা আরবী ক্যালিগ্রাফিটি অটোমান সম্রাজ্যের।
ছবিটি নিয়ে ২০২০ সালে ফ্যাক্টচেকিং সংস্থা Fatabyyano এবং Misbar ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে।
শিরস্ত্রাণ ১
রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে, IslamToday.ru নামের একটি ওয়েবসাইটে ২০১৫ সালের ৩১ ডিসেম্বরে রাশিয়ান ভাষায় প্রকাশিত একটি প্রতিবেদনে একই ছবির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়।
উক্ত প্রতিবেদনটি অনুবাদ করে জানা যায়, এটি ১২৩৬-৫২ সনের নোভগোরোডের যুবরাজ আলেকজান্ডার নেভেস্কির ব্যবহৃত শিরস্ত্রাণ।
শিরস্ত্রাণ ২
রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে, ফিলাডেলফিয়া মিউজিয়াম অব আর্ট এর অফিশিয়াল ওয়েবসাইটে একই ছবির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়।
সেখানে শিরস্ত্রাণটির নির্মাতার নাম উল্লেখ না থাকলেও ছবিটির বিস্তারিত অংশ হতে জানা যায় এটি (১৪৭৫-১৫২৫) অটোমান সাম্রাজ্যের সময়কার। এছাড়া, শিরস্ত্রাণটির
ব্যাসের চারপাশে থাকা খোদাই করা আরবী লেখাটিকে বাংলা অনুবাদ করলে অর্থ দাঁড়ায় “সর্বশ্রেষ্ঠ সুলতানের আদেশে তৈরি, সবচেয়ে শক্তিশালী খাকান, জাতিদের ঘাড়ের মালিক, আরব ও পারস্যের রাজাদের প্রভু, মহাদেশে আল্লাহর ছায়া”
শিরস্ত্রাণ ৩
রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে, স্টক ফটো ওয়েবসাইট Alamy থেকে “1500 c ottoman helmet” শিরোনামে প্রকাশিত মূল ছবিটি খুঁজে পাওয়া যায়।
এছাড়া, শাটারস্টকেও “Ottoman sultan’s historical gold helmet. Quran verses are written calligraphically on it fron Topkapi Museum” শিরোনামে প্রকাশিত একই শিরস্ত্রাণের ছবিটি খুঁজে পাওয়া যায়।
ফতুয়া/পোশাক
রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে, তুরষ্কের মিনিস্ট্রি অব কালচার এন্ড টুরিজমের সরকারি ওয়েবসাইটে ২০১৪ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত একটি প্রতিবেদনে একই ছবি খুঁজে পাওয়া যায়।
মূলত, এটি মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর কন্যা হযরতফাতিমা (রাঃ) এর ব্যবহৃত পোশাক। এছাড়া, তুরষ্কের Topkapi Palace Museum এ ভ্রমণ নিয়ে প্রকাশিত একটি ইউটিউব ভিডিওতে উক্ত পোশাকটি লক্ষ করা যায় যেখানে লেখা রয়েছে “the mantle of hazrat fatima”.
মূলত, অটোমান সাম্রাজ্যের সময়কার যুদ্ধের পোশাক-শিরস্ত্রাণ, নোভগোরোডের যুবরাজ আলেকজান্ডার নেভেস্কির ব্যবহৃত শিরস্ত্রাণ এবং হযরত ফাতিমা (রাঃ) এর পোশাকের ছবিগুলোকেই মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যবহৃত যুদ্ধের পোশাক দাবি করে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে।
আরো পড়ুনঃ মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যবহৃত তলোয়ারের ছবি নয় এটি
অর্থাৎ, অটোমান এবং রাশিয়ার পৃথক সময়কাল ও সাম্রাজ্যের যুদ্ধের ব্যবহৃত সরঞ্জামের ছবিগুলোকে বর্তমানে হযরত মুহাম্মদ (সাঃ) এর যুদ্ধের পোশাক দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর যুদ্ধের পোশাক
- Claimed By: Facebook Posts
- Fact Check: False
[/su_box]
তথ্যসূত্র
- Pinterest: https://www.pinterest.ru/pin/616922848926959705/
- IslamToday.ru: https://islam-today.ru/islam_v_mire/slem-aleksandra-nevskogo-s-nadpisu-iz-korana-byl-sdelan-v-stolice-zolotoj-ordy/
- Britannica: https://www.britannica.com/summary/Saint-Alexander-Nevsky
- Philamuseum Website: https://philamuseum.org/collection/object/213560
- Alamy: https://www.alamy.com/1500-c-ottoman-helmet-image2418436.html
- Shutterstock: https://www.shutterstock.com/image-photo/ottoman-sultans-historical-gold-helmet-quran-1883552188
- Ministry of Culture and Tourism, Turkey: https://basin.ktb.gov.tr/TR-91257/topkapi-sarayi-muzesinde-yukselme-donemi.html
- YouTube: https://www.youtube.com/watch?v=zIzuCKcIPYA&t=248s