সম্প্রতি, “আখেরি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর তলোয়ার” শীর্ষক শিরোনামে একটি তলোয়ারের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ভাইরাল কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ছবির তলোয়ারটি মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর নয় বরং এটি গ্রানাডা আমিরাতের শেষ সুলতান আবু আবদুল্লাহ মুহাম্মদ দ্বাদশ এর তলোয়ার।
রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে, ফটো শেয়ারিং ওয়েবসাইট Imgur-এ ২০১৯ সালের ০১ ফেব্রুয়ারিতে “The sword of Muhammad XII of the last Emir of Granada, Spain” শিরোনামে প্রকাশিত নিবন্ধে একই ছবি খুঁজে পাওয়া যায়।
এছাড়া, তলোয়ারের জাদুঘর খ্যাত ‘Sowrd Site’ নামের ওয়েবসাইটে ২০১৩ সালের ২৭ সেপ্টেম্বরে “Jinete Sword of Boabdil Last Nasarid Emir of Granada” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে তলোয়ারটির একাধিক ছবি খুঁজে পাওয়া যায়।
পাশাপাশি, স্প্যানিশ কালচার নামের একটি ওয়েবসাইটে মুহাম্মদ দ্বাদশ এর ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্রের পাশাপাশি তলোয়ারের ছবিটিও রয়েছে।
মূলত, আবু আবদুল্লাহ মুহাম্মদ দ্বাদশ বা স্প্যানিশ নাম বোআব্দিল ছিলেন গ্রানাডার নাশরিদ রাজবংশের শেষ সুলতান যার শাসনামল ছিলো ১৪৮২ থেকে ১৪৯২ সন পর্যন্ত মুহাম্মদ দ্বাদশ কে নিয়ে বিস্তারিত পড়ুন ব্রিটানিকার এই প্রতিবেদনে। আবু আবদুল্লাহ মুহাম্মদ এর ব্যবহৃত একটি তলোয়ারকেই ইসলাম ধর্মের শেষ নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যবহৃত তলোয়ার দাবিতে প্রচার করা হচ্ছে।
আরো পড়ুনঃ হযরত আদম (আঃ) এর কবর মোবারক দাবিতে ভিন্ন ছবি প্রচার
অর্থাৎ, গ্রানাডা আমিরাতের শেষ সুলতান আবু আবদুল্লাহ মুহাম্মদ দ্বাদশ এর ব্যবহৃত তলোয়ারের ছবি বর্তমানে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যবহৃত তলোয়ার দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ গুজব।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: আখেরি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর তলোয়ার
- Claimed By: Facebook Posts
- Fact Check: False
[/su_box]
তথ্যসূত্র
- Imgur: https://imgur.com/gallery/sUV4rBE
- Sowrd Site: https://sword-site.com/thread/317/jinete-sword-boabdil-nasarid-granada / https://archive.ph/jDlTe
- Spainis culture: http://www.spainisculture.com/en/obras_de_excelencia/museo_del_ejercito_de_toledo/conjunto_boabdil_24902.html
- Brittanica: https://www.britannica.com/biography/Muhammad-XII