সম্প্রতি, “সালটা ১৯৫৫ সাল ইতালির বিখ্যাত গায়িকা ‘জুলিয়া মার্কিন’ শহরের একটি চত্তরে দারিয়ে তার নিজের শরীর থেকে ব্রা খুলে বলেন!! এটা বিক্রি করতে চাই কে কতো দিবেন? উপস্থিত জনগণ মরিয়া হয়ে ওঠে এবং ব্রাটির দাম ৩০০০ হাজার ডলার পর্যন্ত মূল্য নির্ধারণ হয়!…” শীর্ষক শিরোনামে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ১৯৫৫ সালে ইতালির বিখ্যাত নায়িকা জুলিয়া মার্কিনের রাস্তার মোড়ে দাঁড়িয়ে ব্রা খুলে সেটি নিলামে তোলার বিষয়টি সত্য নয় বরং আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি আমেরিকান অভিনেত্রী কেটি হোমসের, যিনি ১৯৬৯ সালে তৎকালীন সময়ে নারী মুক্তির দাবিতে সংগঠিত একটি আন্দোলনে অংশ নেওয়া একজন নারীর ছবিকে ২০১৮ সালে হার্পারস বাজার’স নামক একটি ম্যাগাজিনের জন্য পুনঃনির্মাণ করেছেন।
মূলত, নারী অধিকারের জন্য আন্দোলনে ১৯৬৯ সালে একজন প্রতিবাদীকে শ্রদ্ধা জানাতে জোই গ্রসম্যান নামে একজন চিত্রগ্রাহক ২০১৮ সালে আমেরিকান অভিনেত্রী কেটি হোমসকে সঙ্গে নিয়ে ‘হার্পারস বাজার’স নামে একটি ম্যাগাজিনের জন্য ছবি তুলেন৷ ছবিটিতে দেখা যায়, কেটি হোমস একটি জনবহুল জায়গায় ব্রা হাতে দাঁড়িয়ে আছেন। কিন্তু এই ছবিটিকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ১৯৫৫ সালে ইতালির বিখ্যাত নায়িকা জুলিয়া মার্কিনের রাস্তার মোড়ে দাঁড়িয়ে ব্রা খুলে সেটি নিলামে তোলার দাবিতে ফেসবুকে প্রচার করা হয়েছে।
উল্লেখ্য, পূর্বেও একই দাবিতে ছবিটি ইন্টারনেটে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে সেসময় দাবিটিকে মিথ্যা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার টিম।