সম্প্রতি ছোট একটি বাচ্চাকে কোলে নেওয়া অবস্থায় বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে। বাচ্চাটিকে শামীম ওসমানের নাতি দাবিতে প্রচারিত ভিডিওটিতে দেখা যায়, বাচ্চাটি “জয় বাংলা, জিতবে এবার ধানের শীষ” শীর্ষক স্লোগান দিচ্ছে।
উক্ত দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
উল্লিখিত উক্ত ভিডিওগুলো সম্মিলিতভাবে প্রায় ২৪ লাখেরও অধিক বার দেখা হয়েছে এবং প্রায় ৮৪ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে ভিডিওগুলোতে প্রতিক্রিয়া জানানো হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের কোলে থাকা শিশুটি তার নাতি আরজিয়ান। আরজিয়ান ‘জয় বাংলা জিতবে এবার ধানের শীষ’ শীর্ষক স্লোগান দেয়নি বরং গত ০৭ জানুয়ারির সংসদ নির্বাচনে শামীম ওসমানের সাথে ভোটকেন্দ্রে গিয়ে সে ‘জয় বাংলা জিতবে আবার নৌকা’ শীর্ষক স্লোগান দিয়েছিল। উক্ত স্লোগান সম্বলিত ভিডিওটিই ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে ভিন্ন ভিডিওর অডিও যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
উল্লেখ্য, পূর্বেও একই দাবি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।