সাকিব ফেসবুক লাইভে এসে নগদ অর্থ পুরস্কার ঘোষণা করেননি

সম্প্রতি, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানের একটি লাইভ ভিডিও ব্যবহার করে নগদ অর্থ দানের দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান ফেসবুক পেজ থেকে লাইভে এসে ইশিহারা টেস্টের মাধ্যমে নগদ অর্থ পুরস্কার ঘোষণা করেননি বরং সাকিব আল হাসানের নামে পরিচালিত বিভিন্ন ভুয়া ফেসবুক পেজ থেকে পুরোনো ভিডিও ব্যবহার করে উক্ত দাবিটি ছড়ানো হয়েছে। 

মূলত, ২০১৬ সালের ৮ আগস্ট সাকিব আল হাসান তার পেইজের নয় মিলিয়ন ফলোয়ার পূর্তিতে ফেসবুক লাইভে এসে ভক্তদের উদ্দেশ্যে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগসহ ক্রিকেট নিয়ে নানাকথা বলেন। সম্প্রতি তার ঐ লাইভ ভিডিও ব্যবহার করে তার নামে একাধিক ভুয়া ফেসবুক পেজ থেকে তিনি লাইভে ইশিহারা টেস্টের মাধ্যমে নগদ অর্থ পুরস্কার ঘোষণা করেছেন দাবিতে প্রচার করা হচ্ছে। 

উল্লেখ্য, পূর্বেও একই দাবিতে ভিডিওটি ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার। 

আরও পড়ুন

spot_img