ভারতীয় ব্যক্তি দেবরাজকে বাংলাদেশি রোগাক্রান্ত ব্যক্তি জসিম দাবিতে আর্থিক প্রতারণা

যা দাবি করা হচ্ছে

সম্প্রতি, “#ডান_পায়ে_গোদ_রোগের_কি_ভয়ংকর অবস্থা দেখুন, পায়ের ওজন ৬০ কেজিরও বেশি। ডাক্তারের পরামর্শ অনুযায়ী খুব তাড়াতাড়ি অপারেশন না করানো হলে আরো ভয়াবহ অবস্থায় পরিণত হওয়ার কথা ডাক্তার জানিয়েছে এবং চিকিৎসা করতে হলে প্রাই ৭ লক্ষ টাকার দরকার! দরিদ্র জসিম আলী একটি মাদ্রাসার পিওন ছিল অসুস্থতার কারণে এখন সেটা থেকেও অব্যাহতি দিয়ে দিয়েছে এখন অসহায় অবস্থায় এত টাকা কোথায় পাবে ?” শীর্ষক শিরোনামে এক ব্যক্তির কয়েকটি ছবি সংযুক্ত করে একটি মানবিক সাহায্যের আবেদনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

দেবরাজ

ফেসবুকে ভাইরাল এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্ট

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, মোঃ জসিম আলী নামে প্রচারিত ছবিগুলো সাম্প্রতিক সময়ে রোগাক্রান্ত কোনো বাংলাদেশি ব্যক্তির নয় বরং ছবিগুলো দেবরাজ মুন্ডা নামের ভারতীয় এক ব্যক্তির।

মূলত, আর্থিক সহায়তার নামে প্রতারণার উদ্দেশ্যে দেবরাজ মুন্ডা নামের ভারতীয় এক প্রতিবন্ধী ব্যক্তির ছবি ইন্টারনেট থেকে সংগ্রহ করে বর্তমানে বাংলাদেশের রোগাক্রান্ত ব্যক্তি মোঃ জসিম আলী নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

বিষয়টি পূর্বেও মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

ভারতীয় ব্যক্তিকে বাংলাদেশি দাবি করে আর্থিক সহায়তার নামে প্রতারণা

আরও পড়ুন

spot_img