ভারতীয় ব্যক্তিকে বাংলাদেশি দাবি করে আর্থিক সহায়তার নামে প্রতারণা

সম্প্রতি, “চিকিৎসার টাকার জন্য সবার দুয়ারে দুয়ারে ঘুরছে শুধুমাত্র টাকার অভাবে পরিবারে পক্ষে চিকিৎসা করা সম্ভব হচ্ছে না। এই ভাইটির #ডান_পায়ে_গোদ_রোগের_কি_ভয়ংকর অবস্থা দেখুন, পায়ের ওজন ৬০ কেজিরও বেশি। ডাক্তারের পরামর্শ অনুযায়ী খুব তাড়াতাড়ি অপারেশন না করানো হলে আরো ভয়াবহ অবস্থায় পরিণত হওয়ার কথা ডাক্তার জানিয়েছে এবং চিকিৎসা করতে হলে প্রাই ৭ লক্ষ টাকার দরকার…” শীর্ষক শিরোনামে এক ব্যক্তির ছবি সম্বলিত বেশকিছু পোস্ট আর্থিক সাহায্যের আবেদনে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে।

দেবরাজ মুন্ডা

ভাইরাল কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানেএখানেএখানেএখানে এবং এখানে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় জসিম আলীর নামে প্রচারিত ছবিগুলো বাংলাদেশী কোন ব্যক্তির নয় বরং ছবিগুলো দেবরাজ মুন্ডা নামের ভারতীয় এক ব্যক্তির।

রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে ‘Abdul Tawab Rahemani’ নামের একটি টুইটার একাউন্টে ২০২০ সালের ১০ জানুয়ারিতে প্রকাশিত একটি টুইট থেকে মূল ছবিটি খুঁজে পাওয়া যায়। টুইটটিতে ব্যক্তিটির নাম দেবরাজ মুন্ডা হিসেবে উল্লেখ করা হয়েছে, ঠিকানাঃ Chandrashekarpur, Champua Keonjhar, Odisha এবং সেখানে দেবরাজ মুন্ডার প্রতিবন্ধী সনদ সহ তিনটি ছবি দেয়া রয়েছে।


এছাড়া, Sanjay Das নামের অন্য আরেকটি টুইটার একাউন্টে ১০ জানুয়ারি ২০২০ সালে ওড়িয়া ভাষায় প্রকাশিত একটি টুইট খুঁজে পাওয়া যায় যেখানে দেবরাজ মুন্ডার প্রতিবন্ধী সনদসহ তার ছবি এবং একই ঠিকানা উল্লেখ করা রয়েছে।

দেবরাজ মুন্ডার প্রতিবন্ধী সনদ / ইমেজঃ টুইটার

অন্যদিকে, আর্থিক সাহায্য চাওয়া পোস্টগুলোতে জসিম আলীর বাড়ি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়ন উল্লেখ করা রয়েছে। পোস্টগুলোতে আরো উল্লেখ করা হয় জসিম আলী বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালের ওয়ার্ড নংঃ ০১৫৩-এ প্রাথমিক চিকিৎসাধীন রয়েছে। রিউমর স্ক্যানার টিম সাতক্ষীরা সদর হাসপাতাল কর্তৃপক্ষের যোগাযোগ করলে তারা জানায় ‘তাদের হাসপাতালে ০১৫৩ নামে কোন ওয়ার্ড নেই এবং এই নামে এই রোগাক্রান্ত কোন রোগীও বর্তমানে ভর্তি নেই’।

পোস্টগুলোতে উল্লেখিত জসিম আলীর ছেলে মোঃ তৈয়বুর রহমান এর বিকাশ এবং নগদ নাম্বারে (01873432926) রিউমর স্ক্যানার টিম যোগাযোগ করলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে নাম্বারটি ফেসবুকে সার্চ করলে এধরণের আরো কিছু প্রতারণামূলক আর্থিক সাহায্যের পোস্টে একই নাম্বারটির ব্যবহার লক্ষ্য করা যায়, পোস্টগুলো দেখুন এখানে এবং এখানে।

রিউমর স্ক্যানার টিম পূর্বেও ‘আয়েশা আক্তার আলভিয়া’ এবং ‘জুরাইরিয়া বিনতে হামজা’ নাম ব্যবহার করে প্রতারণার উদ্দেশ্য আর্থিক সাহায্য চেয়ে করা পোস্টগুলোকে শনাক্ত করে দুইটি ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে।

অর্থাৎ, আর্থিক সহায়তার নামে প্রতারণার উদ্দেশ্যে ভারতীয় ব্যক্তির ছবি বর্তমানে বাংলাদেশি জসিম আলী নামে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে যা সম্পূর্ণ মিথ্যা।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: পায়ের গোদ রোগে আক্রান্ত সাতক্ষীরার জসিম আলী
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: False

[/su_box]

তথ্যসূত্র

  1. Satkhira Sadar Hospital Statement
  2. Tweet 1: https://twitter.com/atrsungra/status/1215673659379109890
  3. Tweet 2: https://twitter.com/sanjaydas_das/status/1215566032057839616

আরও পড়ুন

spot_img