বাংলাদেশি যুবকের তৈরিকৃত ‘বিমান’ উড্ডয়নের দৃশ্যকে ভারতীয় কিশোরের দাবিতে প্রচার

সম্প্রতি, ভারতের বিহার রাজ্যে অবনীশ কুমার নামের ১৭ বছরের এক কিশোর কোনো প্রকার প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই একটি বিমান তৈরি করেছে দাবিতে বিমান উড্ডয়নের একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে। প্রচারিত পোস্টগুলোতে আরও দাবি করা হয়, মাত্র ৭ হাজার ভারতীয় রুপি ব্যয় করে ৭ দিনের মধ্যে তিনি বিমানটি তৈরি করেছেন।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ইন্সটাগ্রামে প্রচারিত একই ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

থ্রেডসে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)। 

একই দাবিতে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখুন নিউজ১৮, টি নিউজ তেলেগু এবং মিডিয়া৫জোন নিউজ। 

ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ভিডিওর ‘বিমানটি’ ভারতের বিহার রাজ্যের অবনীশ কুমার নামের কিশোর তৈরি করেননি। প্রকৃতপক্ষে, বাংলাদেশের মানিকগঞ্জ জেলার জুলহাস নামের এক ব্যক্তির নিজ হাতে তৈরিকৃত ‘বিমান’ উড্ডয়নের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। 

আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে এর কয়েকটি কী-ফ্রেম রিভার্স সার্চের মাধ্যমে কৃষিভিত্তিক অনলাইন গণমাধ্যম কৃষাণ টিভি-এর ফেসবুক পেজে গত ৯ মার্চ প্রচারিত একটি ভিডিওর সন্ধান পাওয়া যায়।

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, ‍আলোচিত ভিডিওটির সাথে উক্ত ভিডিওর হুবহু মিল রয়েছে। উভয় ভিডিওতে একই ‘বিমানকে’ উড্ডয়ন করতে দেখা যায়। ভিডিওটির শিরোনামে দাবি করা হয়, এটি বাংলাদেশের মানিকগঞ্জ জেলার জুলহাস নামের এক ব্যক্তির ‘বিমান’ উড্ডয়নের ভিডিও। যা দেখতে হাজারো মানুষ সেখানে ভিড় জমান। এছাড়াও দাবি করা হয়, জুলহাস একজন কৃষকের ছেলে।

পরবর্তীতে উক্ত অনলাইন গণমাধ্যমটির ফেসবুক পেজ পর্যালোচনার মাধ্যমে একইদিনে অর্থাৎ, ৯ মার্চ ওই ‘বিমান’ উড্ডয়ন সংক্রান্ত একাধিক ভিডিও প্রচার হতে দেখা যায়। যার একটিতে সেদিন ‘বিমানের’ উড্ডয়ন দেখতে আসা এলাকাবাসীর প্রতিক্রিয়া দেখতে পাওয়া যায়। উক্ত ভিডিওর শিরোনাম থেকে জানা যায়, মানিকগঞ্জের জুলহাস নামের ওই ব্যক্তি ‘বিমানটি’ নিজে তৈরি করেছে। জুলহাসের তৈরি ‘বিমান’ উড্ডয়ন দেখতে সেদিন অন্যান্যদের মত বাংলাদেশি ইউটিউবার মাসান স্বপ্নও সেখানে যান। পেজটিতে প্রচারিত একটি ভিডিওতে তারও সাক্ষাৎকার নিতে দেখা যায়। 

আরেকটি ভিডিওতে দেখা যায়, তার ‘বিমান’ দেখতে সেদিন বাংলাদেশ বিমানের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ক্যাপ্টেন আব্দুল্লাহ নামের একজন ব্যক্তিও সেখানে যান। 

গণমাধ্যমটির পক্ষ থেকে সেদিন জুলহাসের একটি সাক্ষাৎকারও নেওয়া হয়। যেখানে তিনি ‘বিমান’ তৈরির ক্ষেত্রে তার পরিবার থেকে পাওয়া সহযোগিতার কথা বলার পাশাপাশি তরুণ সমাজদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্যও প্রদান করে। 

এছাড়া, কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে আরেক গণমাধ্যম সময় টেলিভিশনের ওয়েবসাইটে জুলহাসের ‘বিমান’ উড্ডয়ন বিষয়ে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, গত ৯ মার্চ মানিকগঞ্জের শিবালয়ের জাফরগঞ্জের চরে জুলহাসের ‘বিমান’ উড্ডয়ন প্রদর্শনীটি হয়। এছাড়াও প্রতিবেদনটি থেকে জানা যায়, পানির পাম্পের শ্যালো মেশিন, টেম্পোর চাকাসহ দেশীয় প্রযুক্তি দিয়ে দেড় লাখ টাকা ব্যয়ে আলট্রা লাইফ এই ‘বিমানটি’ তৈরি করেন জুলহাস। 

কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ভারতীয় কোনো মূলধারার গণমাধ্যমে বিহারের অবনীশ কুমার নামের কিশোরের বিমান তৈরির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। বরং, বেশ কয়েকটি গণমাধ্যমে প্রচারিত ভিডিওটি বাংলাদেশের দাবিতে প্রকাশিত ফ্যাক্টচেক প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এমন কিছু প্রতিবেদন দেখুন এখানে, এখানে এবং এখানে

সুতরাং, বাংলাদেশের মানিকগঞ্জের জুলহাসের তৈরি ‘বিমান’ উড্ডয়নের ভিডিওকে ভারতের বিহারে অবনীশ কুমার নামের এক কিশোরের তৈরি বিমান উড্ডয়নের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img