সম্প্রতি, জুয়াইরিয়া বিনতে হামজা নামের শিশুর বিলিয়ারি এট্রেশিয়া রোগের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চেয়ে মেডিকেল রিপোর্টের ছবিসহ একটি শিশুর একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভাইরাল কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, জুয়াইরিয়া বিনতে হামজা নামে প্রচারিত ছবির শিশুটি বাংলাদেশের নয় বরং ছবিগুলো Mckhayla Jaionne Osias Paragas নামের ফিলিপাইনি একটি শিশুর।
রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে “This 10-month-old baby with a failing liver needs your help to survive” শিরোনামে গণ-অর্থায়ন প্ল্যাটফর্ম Ketto – এর ওয়েবসাইটে একটি ফান্ডরাইজিং পোস্টে ছবিগুলো খুঁজে পাওয়া যায়।
এছাড়াও, Ketto – এর অফিশিয়াল ফেসবুক পেজ এবং টুইটার একাউন্টে শিশুটির জন্য ফান্ডরাইজিং নিয়ে ২০১৯ সালের ২৬ নভেম্বরে প্রকাশিত পোস্ট খুঁজে পাওয়া যায়।
“We traveled 5,000 kms from our home to India so we could save our 10-month-old baby’s life. Every day her stomach keeps swelling more & more. If we don’t arrange the funds for her liver transplant soon, our baby may die a painful death.”https://t.co/rHhbKkjLcW
— Ketto (@ketto) November 26, 2019
মূলত, ছবিতে থাকা ১০ মাস বয়সি ফিলিপাইনি শিশু ‘Mckhayla Jaionne Osias Paragas’ বিলিয়ারি অ্যাট্রেসিয়ায় (লিভারের জটিল রোগ) আক্রান্ত ছিলো।ফিলিপাইনের চিকিৎসকরা অস্ত্রোপচার ছাড়া আর কোনো চিকিৎসা না থাকার বিষয়ে জানালে শিশুর রোগের তীব্রতা এবং অসাধ্য চিকিৎসার জন্য শিশুটিকে নিয়ে সেসময়ে তার বাবা-মা ভারতে চলে যান। কিন্তু ভারতের চিকিৎসকরাও জানান ‘ট্রান্সপ্ল্যান্ট ছাড়া শিশুটিকে বাঁচানো সম্ভব না এবং ট্রান্সপ্ল্যান্ট এর জন্য ১৫ লাখ রুপি প্রয়োজন’। ফাইন্ডরাইজিং পোস্টটির আপডেট সেকশন থেকে জানা যায় Mckhayla ঐ বছর-ই মারা যায়।

জুয়াইরিয়া বিনতে হামজা কে?
কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে Save Juairiya Die নামের একটি পেজে গত ০২ জুলাইয়ে প্রকাশিত মূল আর্থিক আবেদনের পোস্টটি খুঁজে পাওয়া যায়, সেখান থেকে ‘News71 tv’ নামের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে জুয়াইরিয়া বিনতে হামজার রোগ সম্পর্কে বিস্তারিত তথ্য সংবলিত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়।
মূলত, জুয়াইরিয়া বিলিয়ারি অ্যাট্রেসিয়া (Biliary Atresia) নামক লিভারের জটিল রোগে আক্রান্ত এবং পোস্টগুলো থেকে আরো জানা যায় শিশুটির চিকিৎসার জন্য লিভার ট্রান্সপ্ল্যান্ট করতে প্রায় ৫০-৬০ লক্ষ রুপি প্রয়োজন যা বাংলাদেশি টাকায় প্রায় ৬৫-৯০ লক্ষ টাকা। জুয়াইরিয়ার মা ইসরাত জাহান তার ফেসবুক আইডিতে জুয়াইরিয়ার স্বাস্থ্য সম্পর্কিত নিয়মিত তথ্য প্রকাশ করে থাকেন। এ বিষয়ে ইসরাত জাহানের সঙ্গে রিউমর স্ক্যানার টিম যোগাযোগ করলে তিনি জানান, “তাদের নিজস্ব ফেসবুক পেইজ এবং একটা আইডি থেকে করা পোস্টগুলো ব্যতীত বাকী যেসকল জায়গা থেকে ফান্ড কালেক্ট করা হচ্ছে সেগুলো সম্পর্কে তারা অবগত নয়। বর্তমানে জুয়াইরিয়াকে কে নিয়ে তারা ভারতে অবস্থান করছে এবং ট্রান্সপ্লান্ট পরবর্তী ১ মাস পর্যবেক্ষণের মধ্যে রয়েছে। বাচ্চাটির বর্তমান বয়স ১৪ মাস।”
অন্যদিকে, জুয়াইরিয়ার মেডিকেল রিপোর্ট সংবলিত মূল পোস্ট থেকে রিপোর্টের ছবিগুলো সংগ্রহ করে ফিলিপাইনি শিশু Mckhayla এর ছবি যুক্ত করে ঠিকানাঃ জেলাঃ ঠাকুরগাঁও, উপজেলাঃ রানীশংকৈল ইউনিয়নঃ নন্দুয়ার এবং ভিন্ন একটি বিকাশ, রকেট নাম্বার (01824473561) উল্লেখ করে প্রচার করা হচ্ছে। রিউমর স্ক্যানার টিম উক্ত নাম্বারে যোগাযোগের চেষ্টা করলে ব্যর্থ হয়।
উল্লেখ্য, ইসরাত জাহানের ফেসবুক একাউন্টে ২৪ সেপ্টেম্বর প্রকাশিত একটি পোস্টে দেখা যায় জুয়াইরিয়ার ফান্ডরাইজিং নিয়ে প্রতারণা করা এক ব্যক্তিকে চিহ্নিত করেছেন।
এর আগে রিউমর স্ক্যানার টিম, ‘আয়েশা আক্তার আলভিয়া’ নাম ব্যবহার করে ভারতীয় এক শিশুর ছবির মাধ্যমে প্রতারণার উদ্দেশ্য আর্থিক সাহায্য চেয়ে করা পোস্টগুলোকে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে।
অর্থাৎ, আর্থিক সহায়তার নামে প্রতারণার উদ্দেশ্যে ফিলিপাইনি শিশু’র ছবি বর্তমানে বাংলাদেশী শিশু জুয়াইরিয়া বিনতে হামজা দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: জুয়াইরিয়া বিনতে হামজা নামের শিশুর বিলিয়ারি এট্রেশিয়া রোগের চিকিৎসার জন্য আর্থিক সাহায্য
- Claimed By: Facebook Posts
- Fact Check: Misleading
[/su_box]
তথ্যসূত্র
- Ketto: https://www.ketto.org/stories/savemckhayla / Archive: https://perma.cc/JE5K-GHZG
- Ketto FB Post: https://www.facebook.com/212515512134895/posts/2578674752185614
- Ketto Tweet: https://twitter.com/ketto/status/1199319395161407488
- Save Juairiya Die Page: https://www.facebook.com/SaveJuairiyaDie/posts/121237420167650
- News71Tv: https://www.facebook.com/news71.tv.bd/videos/163169412460867 / https://youtu.be/g7TcOAYFVqc
- Original Reports: https://www.facebook.com/SaveJuairiyaDie/posts/124717679819624
- Israt Jahan FB Post: https://www.facebook.com/nischupi/posts/3026641334221508