সম্প্রতি, ‘১৯৭১ ফিরে আসলো। এভাবে হত্যা ধর্ষন আগুন লুটপাট ঘর ভাঙা উচ্ছেদ করা। মামলা হামলা’- শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
পোস্টের ক্যাপশনে দেশের নাম উল্লেখ না করা এবং ১৯৭১ সাল উল্লেখ করায় অনেকেই ঘটনাটি বাংলাদেশের মনে করছেন।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, শাখা, তুলসির মালা পরা একজন নারী কয়েকজনের নাম উল্লেখ করে বাড়িঘর ভাঙা এবং নির্যাতনের অভিযোগ তুলছেন।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, হিন্দু নির্যাতনের অভিযোগের ঘটনায় ভুক্তভোগীর বক্তব্য দাবিতে প্রচারিত ভিডিওটি বাংলাদেশের নয় বরং, এটি ভারতের ভিডিও।
অনুসন্ধানে BJP West Bangla নামক একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে গত ২১ এপ্রিল প্রচারিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে থাকা ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

উক্ত পোস্টে বলা হয়েছে, ভারতের উত্তর দিনাজপুরের রায়গঞ্জে বিধান মজুমদারের বাড়িঘর ভেঙে দিয়েছে মুসলিমরা। উক্ত এলাকাটি মুসলিম-অধ্যুষিত।
০২ মিনিট ১৯ সেকেন্ডের ভিডিওটির ০১ মিনিটের সময় ভুক্তভোগী নারীকে বলতে শোনা যায়, ভুক্তভোগীদের হুমকি দিয়ে বলা হয়েছে ‘তোদেরকে এখানে থাকতে দেব না। তোরা বাংলাদেশ থেকে এসেছিস, তোদের বাংলাদেশেই পাঠায়া দেব।’ ০১ মিনিট ১১ সেকেন্ডের তিনি বলারও বলেন হুমকি দিয়ে বলা হয়েছে ‘তোদেরকে মুর্শিদাবাদ করে দেব।’
অর্থাৎ, ভুক্তভোগী নারীর ০১ মিনিটের সময়কার বক্তব্যে বলা হয়েছে হুমকিদাতারা তাদেরকে উদ্দেশ্য করে বলেছেন ‘তোদেরকে এখানে থাকতে দেব না। তোরা বাংলাদেশ থেকে এসেছিস, তোদের বাংলাদেশেই পাঠায়া দেব।’
ভুক্তভোগীদের এই বক্তব্যে স্পষ্ট প্রতীয়মান হয় যে তারা বাংলাদেশে অবস্থান করছেন না।
এছাড়া, উক্ত সূত্র ধরে অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম এইদিন এর ওয়েবসাইটে গত ২১ এপ্রিল “মুর্শিদাবাদের পর উত্তর দিনাজপুর, হিন্দু পরিবারকে ঘরছাড়া করার অভিযোগ, ভুট্টা খেতে লুকিয়ে করা দম্পতির ভিডিও শেয়ার করলেন বিজেপি নেতা” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটি ফিচারে ব্যবহৃত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মুর্শিদাবাদের সামসেরগঞ্জ ও ধুলিয়ানের পর উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বাসুদেবপুর গ্রামে এক হিন্দু দম্পতিকে ঘরছাড়া করার অভিযোগ উঠল স্থানীয় মুসলিমদের বিরুদ্ধে। ভুট্টাখেতে লুকিয়ে এক দম্পতির করা ভিডিওটি এক্স-এ শেয়ার করেছেন বিজেপি নেতা দেবদত্ত মাঝি। যদিও ভিডিও-এর সত্যতা যাচাই করেনি এইদিন।
এছাড়া, বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে গত ২১ এপ্রিল দেওয়া একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টেও একই তথ্যে আলোচিত ভিডিও যুক্ত রয়েছে।
Hindu Voice এবং Hindu Post সহ একাধিক বিজেপি সমর্থিত ওয়েবসাইটে একই তথ্য ভারতের দিনাজপুরের উল্লেখ করে প্রচার করা হয়েছে।
অর্থাৎ, প্রচারিত ভিডিওটি বাংলাদেশের নয়।
সুতরাং, ভারতের দিনাজপুরে মুসলিম কর্তৃক হিন্দু নিযার্তন এবং বাড়িঘর ভাঙার অভিযোগে ভুক্তভোগীদের করা একটি ভিডিওকে বাংলাদেশের দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- BJP West Bangla- X Post
- Ei Din- মুর্শিদাবাদের পর উত্তর দিনাজপুর, হিন্দু পরিবারকে ঘরছাড়া করার অভিযোগ, ভুট্টা খেতে লুকিয়ে করা দম্পতির ভিডিও শেয়ার করলেন বিজেপি নেতা
- Suvendu Adhikari- Instagram Post
- Hindu Voice- West Bengal: Islamists attacked a Hindu family in Uttar Dinajpur for not selling their homes
- Hindu Post- West Bengal: Islamists attacked a Hindu family in Uttar Dinajpur for not selling their homes