সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দাবি প্রচার করা হয়েছে, ‘ভারত থেকে লন্ডনে যাচ্ছেন শেখ হাসিনা’।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হওয়ার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে কোনোরকম নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই শেখ হাসিনার নামে পরিচালিত ভুয়া একটি ফেসবুক পেজের পোস্টের প্রেক্ষিতে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে আলোচিত দাবিটির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে শেখ হাসিনা লন্ডনে যাওয়ার তথ্যটি নির্ভরযোগ্য সূত্রে প্রকাশ্যে আসলে তা গণমাধ্যমে প্রচার করা হতো। এছাড়াও, আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে তাতেও আলোচিত দাবিটির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
তবে অনুসন্ধানে শেখ হাসিনার ছবি প্রোফাইল ছবিতে সংযুক্ত করে “Sheikh Hasina” নামে পরিচালিত একটি ফেসবুক পেজে গত ২ জুলাই দুপুর ১ টা ১৭ মিনিটে প্রচারিত একটি বেশ ভাইরাল পোস্ট পাওয়া যায়। উক্ত পোস্টটিতে লেখা হয়, “লন্ডনের উদ্দেশ্যে রওনা হলাম| সবাই দোয়া করবেন”। আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো উক্ত পোস্টটি প্রচারের পরবর্তী সময়ে পোস্ট হতে দেখা যায় যা থেকে বুঝা যায় যে আলোচিত দাবিটি শেখ হাসিনার নামে পরিচালিত উক্ত ফেসবুক পেজের পোস্টের প্রেক্ষিতে প্রচার করা হয়েছে।
শেখ হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় কি না জানতে অনুসন্ধান করলে কোনো নির্ভরযোগ্য সূত্রে ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার সক্রিয় থাকার ব্যাপারে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বরে শেখ হাসিনার নামে পরিচালিত একটি এক্স অ্যাকাউন্টের বিষয়ে জানতে বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ই-মেইলে যোগাযোগ করেছিল রিউমর স্ক্যানার টিম। সেসময় আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার কোনো অ্যাকাউন্ট নেই।
এছাড়া, সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত শেখ হাসিনা ভারতে অবস্থান করলেও আলোচিত ফেসবুক পেজটি বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা থেকে পরিচালিত হতে দেখা যায়।
উক্ত ফেসবুক পেজটি থেকে গত ২ জুলাই সন্ধ্যা ৬ টা ১৮ মিনিটে আরেকটি পোস্ট করে লেখা হয়, “বিশেষ কারণে আমার লন্ডন সফর স্থগিত করা হয়েছে,লন্ডন সফরের তারিখ পরবর্তীতে জানানো হবে | সবাই ভালো এবং সুস্থ থাকবেন”।
সুতরাং, শেখ হাসিনার ভারত থেকে লন্ডনের উদ্দেশ্য রওনা দেওয়ার দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis