এআই তৈরি ভিডিওকে ভারতের গুজরাটে নির্মাণাধীন ভবনের ছাদে সিংহ উঠার আসল ভিডিও দাবিতে প্রচার

সম্প্রতি, গণমাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে যেখানে দেখা যায় এক নির্মাণাধীন ভবনের ছাঁদে সিংহ উঠে এবং ঘুমন্ত এক শ্রমিককে শুঁকে। অতঃপর ঘুমন্ত শ্রমিকের ঘুম ভাঙলে প্রাণ বাঁচাতে সেই শ্রমিক দৌড়ে পালিয়ে যান। উক্ত ভিডিওটি প্রচার করে দাবি করা হয়েছে, এটি একটি আসল ঘটনার ভিডিও এবং ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাটের আমরেলির ধারি এলাকায়।

এরূপ দাবিতে গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদন- কালবেলা (ফেসবুক)।

এছাড়াও, এরূপ দাবিতে গণমাধ্যমের ইউটিউব চ্যানেলে প্রচারিত প্রতিবেদন দেখুন এখানে (আর্কাইভ)।

এছাড়া, আলোচিত দাবিতে প্রচারিত নেটিজেনের ইনস্টাগ্রাম পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ভারতের গুজরাটে নির্মাণাধীন ভবনের ছাদে সিংহ উঠার কোনো আসল ভিডিও নয় বরং, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি ভুয়া ভিডিও।

ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে বিশ্বস্ত গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে ভিডিওটি আসল হওয়ার সপক্ষে পর্যাপ্ত তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করলে ভিডিওটিতে প্রদর্শিত সিংহ, সিংহের চলাফেরা, মানুষের অঙ্গভঙ্গিতে বেশ অস্বাভাবিকতা পরিলক্ষিত হয় যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে পরিলক্ষিত হয়।

এছাড়া, এ বিষয়ে অনুসন্ধানে ভারত ভিত্তিক ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান ‘ফ্যাক্টলি’ এর ওয়েবসাইটে প্রকাশিত একটি ফ্যাক্টচেক প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটিতে আলোচিত ভিডিওটি এআই দিয়ে তৈরি বলে জানানো হয়। প্রতিবেদনটিতে বলা হয়, ভিডিওটি ‘@ataquesferoz’ ইউজারনেমের একটি টিকটক অ্যাকাউন্ট থেকে গত ১৬ জুনে প্রথমবার পোস্ট করা হয়েছে। প্রচারিত ভিডিওটিতেও উক্ত অ্যাকাউন্টের নামের জলছাপ পরিলক্ষিত হয়। পোস্টটিতে ভিডিওটি এআই দিয়ে তৈরি কনটেন্ট হিসেবে পোস্টকারী লেবেল করেছেন৷ তবে এই মূহুর্তে উক্ত টিকটক অ্যাকাউন্টটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

এছাড়াও, ভিডিওটি এআই দিয়ে তৈরি কনটেন্ট যাচাইকারী প্ল্যাটফর্ম ‘Cantilux’ এ পরীক্ষা করলেও দেখা যায় ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ৯৪ শতাংশ।

এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, প্রচারিত ভিডিওটি মূলত এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে।

সুতরাং, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি একটি ভিডিওকে ভারতের গুজরাটে নির্মাণাধীন ভবনের ছাদে সিংহ উঠার আসল ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img