ফেরাউনের পাসপোর্ট দাবিতে আর্টওয়ার্কের ছবি প্রচার 

সম্প্রতি, “ফেরাউনের পাসপোর্ট। ১৯৭৪ সালে উন্নত মানের ফরেনসিক পরীক্ষার জন্য ফেরাউনের মমিকে ফ্রান্সে নেওয়ার প্রয়োজন হলে এর জন্য পাসপোর্ট এর ব্যবস্থা করা হয়েছিল। এটাই ইতিহাসের সবচেয়ে প্রাচীন ব্যাক্তির পাসপোর্ট হিসেবে গণ্য করা হয়।” শীর্ষক তথ্য সম্বলিত একটি পাসপোর্টের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। 

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ফেরাউন বা দ্বিতীয় রামসেস এর পাসপোর্ট দাবিতে প্রচারিত পাসপোর্টটি আসল নয় বরং ছবিটি একজন শিল্পীর তৈরি ডিজিটাল আর্টওয়ার্ক।

মূলত, আলোচিত পাসপোর্টের ছবি Heritage Daily নামক একটি ওয়েবসাইটে ২০২০ সালে আর্টওয়ার্ক হিসেবে প্রথম প্রকাশিত হয়েছে। পরবর্তীতে ডিজিটাল পদ্ধতিতে নির্মিত এই পাসপোর্টের ছবি ফেরাউনের প্রকৃত/আসল পাসপোর্ট দাবিতে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। 

উল্লেখ্য, পূর্বেও একই তথ্যে আলোচিত পাসপোর্টের ছবিটি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে সেসময় তা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। 

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img