সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন নিহত ব্যক্তির ছবি সম্বলিত ফটোকার্ড প্রচার করে দাবি করা হয়েছে, “তিনি পবিত্র মাহে রমাদান মাসে ও আজান দেওয়া অবস্থায় মারা গেছেন”।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি চলতি রমজান মাসে আজান দেওয়ার সময় সম্প্রতি নিহত হওয়ার কোনো ঘটনার নয় বরং, প্রায় এক বছর পূর্বে পাকিস্তানে আজান দেওয়ার সময় নিহত হওয়া এক পাকিস্তানি ইমামের ছবি আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
মূলত, ২০২৪ সালে মাওলানা মাসউদ আজহার নামে এক পাকিস্তানি ব্যক্তি আজান দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। সেসময় তার এই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচার হয়। প্রকৃতপক্ষে উক্ত ঘটনার এই ছবিটি সম্প্রতি রমজান মাসে আজান দেওয়ার সময় নিহত হওয়া এক মুয়াজ্জিনের ছবি দাবিতে প্রচার করা হয়েছে।
সুতরাং, ২০২৪ সালে পাকিস্তানে আজান দেওয়ার সময় এক পাকিস্তানি ব্যক্তি নিহত হওয়ার ছবিকে সম্প্রতি রমজান মাসে নিহত মুয়াজ্জিনের ছবি দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
উল্লেখ্য যে, ২০২৪ সালে আজান দেওয়ার সময় ফেনীতে এক ব্যক্তি নিহত হওয়ার খবরে আলোচিত ছবিটি সংযুক্ত করে প্রচার করা হলে সেসময় এ বিষয়ে একটি ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার টিম।