আলোচিত ছবিটিতে মিশেল প্লাতিনির জার্সিতে ‘NO CORRUPTION’ লেখা ছিল না

সম্প্রতি “ম্যারাডোনার জার্সিতে লেখা ‘নো ড্রাগস’, প্লাতিনির জার্সিতে লেখা ‘নো করাপশন’।” শীর্ষক শিরোনামে ম্যারাডোনা ও প্লাতিনির একটি ছবি  ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়,এই ছবিতে ম্যারাডোনার জার্সিতে No Drug লেখা থাকার বিষয়টি সত্য হলেও প্লাতিনির জার্সিতে No Corruption লেখা থাকার বিষয়টি সঠিক নয় বরং প্লাতিনির জার্সিতেও ফরাসি ভাষায় নো ড্রাগস লেখা ছিল।

কি-ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে ফ্রান্সের ফুটবল ক্লাব Nancy Lorraine এর ওয়েবসাইটে ২০১৯ সালের ১৮ জুলাই “Were you at the Platini Jubilee?” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়।

Screenshot from Nancy Lorraine

প্রতিবেদনে থাকা ছবিটিতে দেখা যায়, আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনার জার্সিতে ইংরেজিতে ‘No DRUG’ লেখা এবং ফরাসি ফুটবলার মিশেল প্লাতিনির জার্সিতে ফরাসী ভাষায় ‘DROGUE NO’ লেখা। 

পরবর্তীতে মিশেল প্লাতিনির জার্সিতে ফরাসী ভাষায় ‘DROGUE NO’ শব্দটি অনুবাদ করে দেখা যায়, এটির অর্থ ‘Drug no’ বা মাদক নয়।

Screenshot from Google

অর্থাৎ, ম্যারাডোনার জার্সির মতোই মিশেল প্লাতিনির জার্সিতেও মূলত No Drug-ই লেখা। 

এছাড়া আমেরিকান বার্তা সংস্থা Associated Press (AP) এর ওয়েবসাইটেও “DIEGO MARADONA AND PELE WITH MICHEL PLATINI” শীর্ষক শিরোনামে আলোচিত ছবিটির আরেকটি ভার্সন খুঁজে পাওয়া যায়।

Screenshot from AP Images

এখানেও প্লাতিনির জার্সিতে একই লেখা অর্থাৎ ‘DROGUE NO’ বা মাদক নয় শব্দগুচ্ছই খুঁজে পাওয়া যায়।

উপরিউক্ত ছবিটি দুইটির কোথাও প্লাতিনির জার্সিতে ‘No Corruption’ শব্দগুচ্ছ খুঁজে পাওয়া যায়নি। 

মূলত, সম্প্রতি “ম্যারাডোনার জার্সিতে লেখা ‘নো ড্রাগস’, প্লাতিনির জার্সিতে লেখা ‘নো করাপশন’।” শীর্ষক শিরোনামে ম্যারাডোনা ও প্লাতিনির একটি ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে অনুসন্ধানে জানা যায়, দাবিটি পুরোপুরি সত্য নয়। ফ্রান্সের ন্যান্সি স্টেডিয়ামে প্লাতিনির পেশাদার ফুটবল খেলোয়াড় হিসাবে ক্যারিয়ারের সমাপ্তি উদযাপন করার জন্য ১৯৮৮ সালের ২৩ মে একটি বিদায়ের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে ব্রাজিলের কিংবদন্তি পেলেকে মাঝে রেখে ইংরেজিতে ‘NO DRUG’ বা ‘মাদক নয়’ লেখা জার্সিতে আর্জেন্টিনার  ম্যারাডোনা, ও ফরাসি ভাষায় ‘DROGUE NO’ বা ‘মাদক নয়’ লেখা জার্সিতে ফ্রান্সের মিশেল প্লাতিনির একটি ছবি তোলা হয়। এই আয়োজনের কোথাও প্লাতিনির জার্সিতে ‘No Corruption’ শব্দগুচ্ছ খুঁজে পাওয়া যায়নি।  

উল্লেখ্য, পূর্বেও এই বিষয়টি নিয়ে গুজব ছড়িয়ে পড়লে তা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।

আরও পড়ুন

spot_img