সম্প্রতি “ম্যারাডোনার জার্সিতে লেখা ‘নো ড্রাগস’, প্লাতিনির জার্সিতে লেখা ‘নো করাপশন’।” শীর্ষক শিরোনামে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে।
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়,এই ছবিতে ম্যারাডোনার জার্সিতে No Drug লেখা থাকার বিষয়টি সত্য হলেও প্লাতিনির জার্সিতে No Corruption লেখা থাকার বিষয়টি সঠিক নয় বরং প্লাতিনির জার্সিতেও ফরাসি ভাষায় নো ড্রাগস লেখা ছিল।
কি-ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে ফ্রান্সের ফুটবল ক্লাব Nancy Lorraine এর ওয়েবসাইটে ২০১৯ সালের ১৮ জুলাই “Were you at the Platini Jubilee?” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনে থাকা ছবিটিতে দেখা যায়, আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনার জার্সিতে ইংরেজিতে ‘No DRUG’ লেখা এবং ফরাসি ফুটবলার মিশেল প্লাতিনির জার্সিতে ফরাসী ভাষায় ‘DROGUE NO’ লেখা।
পরবর্তীতে মিশেল প্লাতিনির জার্সিতে ফরাসী ভাষায় ‘DROGUE NO’ শব্দটি অনুবাদ করে দেখা যায়, এটির অর্থ ‘Drug no’ বা মাদক নয়।

অর্থাৎ, ম্যারাডোনার জার্সির মতোই মিশেল প্লাতিনির জার্সিতেও মূলত No Drug-ই লেখা।
এছাড়া আমেরিকান বার্তা সংস্থা Associated Press (AP) এর ওয়েবসাইটেও “DIEGO MARADONA AND PELE WITH MICHEL PLATINI” শীর্ষক শিরোনামে আলোচিত ছবিটির আরেকটি ভার্সন খুঁজে পাওয়া যায়।

এখানেও প্লাতিনির জার্সিতে একই লেখা অর্থাৎ ‘DROGUE NO’ বা মাদক নয় শব্দগুচ্ছই খুঁজে পাওয়া যায়।
উপরিউক্ত ছবিটি দুইটির কোথাও প্লাতিনির জার্সিতে ‘No Corruption’ শব্দগুচ্ছ খুঁজে পাওয়া যায়নি।
মূলত, ফ্রান্সের ন্যান্সি স্টেডিয়ামে প্লাতিনির পেশাদার ফুটবল খেলোয়াড় হিসাবে ক্যারিয়ারের সমাপ্তি উদযাপন করার জন্য একটি বিদায়ের আয়োজন করা হয়েছিল। যেটি ১৯৮৮ সালের ২৩ মে অনুষ্ঠিত হয়েছিল। এই অনুষ্ঠানে ব্রাজিলের কিংবদন্তি পেলেকে মাঝে রেখে ইংরেজিতে ‘NO DRUG’ বা মাদক নয় লেখা জার্সিতে আর্জেন্টিনার ম্যারাডোনা, ও ফরাসি ভাষায় ‘DROGUE NO’ বা মাদক নয় লেখা জার্সিতে ফ্রান্সের মিশেল প্লাতিনির একটি ছবি তোলা হয়। এই আয়োজনের কোথাও প্লাতিনির জার্সিতে ‘No Corruption’ শব্দগুচ্ছ খুঁজে পাওয়া যায়নি। অর্থাৎ, প্লাতিনির জার্সিতে ‘No Corruption’ শব্দগুচ্ছ লেখা ছিল না।
উল্লেখ্য, ২০১৫ সালে ডিসেম্বরে, ফিফা থেকে আট বছরের জন্য প্লাতিনিকে নিষিদ্ধ করে সংস্থাটির নীতি-নৈতিকতা বিষয়ক কমিশন। ওই আপিলে আদালতে সিদ্ধান্ত ছিল, ব্লাটার-প্লাতিনির লেনদেন ঠিক দুর্নীতি নয়, তবে বিষয়টি আইন বহির্ভূত। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, নামমাত্র পরমার্শ কাজের অজুহাতে ব্লাটারের অ্যাকাউন্ট থেকে প্লাতিনির অ্যাকাউন্টে ১.৮ মিলিয়ন ইউরো ঢুকে ছিল। পরবর্তীতে এই দুর্নীতির দায়মুক্তিতে প্লাতিনি চেষ্টা করলেও সাফল্য আসেনি। ক্রীড়া আদালতেও তার আপিল ব্যর্থ হয়। তবে তাঁর নিষেধাজ্ঞা আট থেকে কমিয়ে চার বছর করা হয়। এছাড়া ২০২২ কাতার বিশ্বকাপ আয়োজন নিয়েও প্লাতিনির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে।
অপরদিকে আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনার বিরুদ্ধে মাদকাসক্তির অভিযোগ ছিল। এএফপির বরাতে জানা যায়, তিনি কয়েক দশক ধরে কোকেন আসক্তির সঙ্গে লড়াই করার পর ৬০ বছর বয়সে ২০২০ সালে মারা যান।
সুতরাং, ম্যারাডোনার জার্সিতে লেখা ‘নো ড্রাগস’, প্লাতিনির জার্সিতে লেখা ‘নো করাপশন’। শীর্ষক দাবিটি পুরোপুরি সঠিক নয়; এটি আংশিক মিথ্যা।
তথ্যসূত্র
- Nancy Lorraine: Were you at the Platini Jubilee?
- Associated Press (AP): DIEGO MARADONA AND PELE WITH MICHEL PLATINI
- DW Bangla: মিশেল প্লাতিনি: অপবাদ নাকি দায়মুক্তি?
- AFP: Argentina bids chaotic final farewell to favourite son Maradona