যা দাবি করা হচ্ছে
সম্প্রতি, “একটা অপারেশন হয়ছিলো। যে অপারেশনটি করতে দীর্ঘ ৭ ঘন্টা লেগেছিল। সদ্য জন্মানো বাচ্চা শিশুটি তার মৃত মায়ের হাতের উপরে। এবং তার পাশেই ডাক্তার কাঁদছেন” শীর্ষক শিরোনামে দুইটি ছবি সংযুক্ত করে উক্ত তথ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। এবং আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্ট
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া উক্ত ঘটনাটি ভিত্তিহীন। এছাড়া, প্রচারিত ছবি দুইটি ভিন্ন ভিন্ন ঘটনার এবং পাশে মাস্ক পরিহিত ব্যক্তিটি কোনো ডাক্তার নন।
মূলত, ২০১৫ এবং ২০১৭ সালে ইন্সটাগ্রাম ও ফেসবুকে প্রচারিত ভিন্ন দুই ফটোগ্রাফারের তোলা ছবির সঙ্গে বানোয়াট একটি গল্প যুক্ত করে সম্প্রতি দাবি করা হচ্ছে ‘এক বন্ধ্যাত্ব মা জটিল রোগে আক্রান্ত। তিনি দীর্ঘ ১১ বছর অপেক্ষা করে সন্তান নিয়েছিলেন এবং ৭ ঘন্টা অপারেশনের পর সন্তান প্রসব করেন এবং সেই সন্তানকে হাতে রাখা অবস্থায় মা মৃত্যু বরণ করেন। পাশে ডাক্তার কাঁদছিলেন।’
বিষয়টি পূর্বেও মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
শিশুর জন্মের পর মায়ের মৃত্যু, পাশে দাঁড়িয়ে কান্নায় ডাক্তার শীর্ষক ঘটনাটি মিথ্যা