তথ্যমন্ত্রী হাসান মাহমুদ ‘এই সোনার বাংলা জ্বালাইয়া দিল শেখের বেটি হাসিনা’ শীর্ষক গান গাননি

সম্প্রতি, “এই সোনার বাংলা জালাাইয়া দিল শেখের বেটি হাসিনা।” শীর্ষক একটি গান তথ্যমন্ত্রী হাসান মাহমুদ গেয়েছেন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে। 

ভিডিওটি দেখুন এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, তথ্যমন্ত্রী হাসান মাহমুদ ‘এই সোনার বাংলা জ্বালাইয়া দিল শেখের বেটি হাসিনা’ শীর্ষক গানটি গাননি বরং ২০২০ সালে আরটিভিতে হাসান মাহমুদের গাওয়া রবীন্দ্রসংগীত ‘বধু মিছে রাগ করো না’ গানটির ভিডিওর সাথে আলোচিত ‘এই সোনার বাংলা জ্বালাইয়া দিলো শেখের বেটি হাসিনা’ শীর্ষক গানটির অডিও ডিজিটাল এডিটিং এর মাধ্যমে যুক্ত করে উক্ত দাবিতে প্রচার করা হচ্ছে।

ভিডিওটির কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে মূলধারার গণমাধ্যম আরটিভির ইউটিউব চ্যানেল ‘Rtv Music’ এ ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর “Bodhu Miche Raag Korona | বধু মিছে রাগ করো না | Hasan Mahmud | Rabindra Sangeet | Rtv Music” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল খুঁজে পাওয়া যায়।

Source: Rtv Music

আরটিভিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ সেদিন আরটিভিতে রবীন্দ্রসংগীত ‘বধু মিছে রাগ করো না’ গানটি গেয়েছিলেন বলে জানা যায়।

পাশাপাশি, প্রাসঙ্গিক কি ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে ‘One Olus’ নামক ইউটিউব চ্যানেলে ২০১৩ সালের ২৯ নভেম্বর  প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

Source: One Olus

One Plus ইউটিউব চ্যানেলে প্রচারিত ভিডিওটিতে গাওয়া গানের সাথে অর্থাৎ ভিডিওটির ব্যাকগ্রাউন্ড অডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর ব্যাকগ্রাউন্ড অডিওর মিল খুঁজে পাওয়া যায়। ভিডিওটির বিস্তারিত অংশ থেকে জানা যায় এই গানটি বাউল মদন কুমার বিএনপির একটি সমাবেশে গেয়েছিলেন।

মূলত,‘এই সোনার বাংলা জ্বালাইয়া দিল শেখের বেটি হাসিনা’ শীর্ষক একটি গান তথ্যমন্ত্রী হাসান মাহমুদ গেয়েছেন দাবিতে সম্প্রতি ইন্টারনেটে প্রচার করা হচ্ছে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা গেছে, উক্ত গানটি তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ গাননি। প্রকৃতপক্ষে ২০২০ সালে আরটিভিতে হাসান মাহমুদের গাওয়া রবীন্দ্রসংগীতের ভিডিওর সাথে মদন কুমার নামের জনৈক বাউল শিল্পীর আলোচ্য গানের অডিও জুড়ে দিয়ে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে। 

উল্লেখ্য, পূর্বেও বিষয়টি ব্যাপকভাবে ফেসবুকে ছড়িয়ে পড়লে এটিকে মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।

আরও পড়ুন

spot_img