তথ্যমন্ত্রী “এই সোনার বাংলা জ্বালাইয়া দিল শেখের বেটি হাসিনা।” শীর্ষক গান গাননি

সম্প্রতি, “এই সোনার বাংলা জালাাইয়া দিল শেখের বেটি হাসিনা।” শীর্ষক একটি গান তথ্যমন্ত্রী হাসান মাহমুদ গেয়েছেন দাবিতে গেয়েছেন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং শর্ট ভিডিও শেয়ারিং প্লার্টফর্ম টিকটকে প্রচার করা হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত এমন কিছু ভিডিও পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

টিকটকে প্রচারিত এমন একটি ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, তথ্যমন্ত্রী হাসান মাহমুদ ‘এই সোনার বাংলা জ্বালাইয়া দিল শেখের বেটি হাসিনা’ শীর্ষক গানটি গাননি। প্রকৃতপক্ষে ২০২০ সালে আরটিভিতে হাসান মাহমুদের গাওয়া রবীন্দ্রসংগীত ‘বধু মিছে রাগ করো না’ গানটির ভিডিওর সাথে আলোচিত ‘এই সোনার বাংলা জ্বালাইয়া দিলো শেখের বেটি হাসিনা’ শীর্ষকগানটির অডিও এডিটের মাধ্যমে যুক্ত করে উক্ত দাবিতে প্রচার করা হচ্ছে।

ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে অনুসন্ধান করে বাংলাদেশি মূলধারার গণমাধ্যম আরটিভির ইউটিউব চ্যানেল ‘Rtv Music’ এ ২০২০ সালের ১৫ সেপ্টেম্বরে প্রকাশিত একটি ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল খুঁজে পাওয়া যায়।

Image Comparison by Rumor Scanner

আরটিভিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ সেদিন আরটিভিতে রবীন্দ্রসংগীত ‘বধু মিছে রাগ করো না’ গানটি গেয়েছিলেন বলে জানা যায়।

পরবর্তীতে আলোচিত দাবির বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ অনুসন্ধানের মাধ্যমে ‘One Plus’ নামক ইউটিউব চ্যানেলে ২০১৩ সালের ২৯ নভেম্বর প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

Screenshot from Youtube

One Plus ইউটিউব চ্যানেলে প্রচারিত ভিডিওটিতে গাওয়া গানের সাথে অর্থাৎ ভিডিওটির ব্যাকগ্রাউন্ড অডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর ব্যাকগ্রাউন্ড অডিওর মিল খুঁজে পাওয়া যায়। ভিডিওটির বিস্তারিত অংশ থেকে জানা যায় এই গানটি বাউল মদন কুমার বিএনপির একটি সমাবেশে গেয়েছিলেন।

মূলত, সম্প্রতি একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দিয়ে ‘এই সোনার বাংলা জ্বালাইয়া দিল শেখের বেটি হাসিনা’ শীর্ষক একটি গান তথ্যমন্ত্রী হাসান মাহমুদ গেয়েছেন দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, উক্ত গানটি হাসান মাহমুদ গাননি বরং ২০২০ এ আরটিভিতে হাসান মাহমুদের গাওয়া রবীন্দ্রসংগীতের সাথে উক্ত গানের অডিও এডিটের মাধ্যমে যুক্ত করে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে। 

প্রসঙ্গত, এর আগেও চটকদার ক্যাপশন ও থাম্বনেইল ব্যবহার করে সাবেক তথ্যমন্ত্রীর মৃত্যুর সংবাদ প্রচার করলে তা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।

সুতরাং, তথ্যমন্ত্রী হাসান মাহমুদ ‘এই সোনার বাংলা জ্বালাইয়া দিলশেখের বেটি হাসিনা’ শীর্ষক গান দাবিতে ইন্টারনেটে প্রচারিত ভিডিওটি এডিটেড।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img