সম্প্রতি ‘সাঁই পল্লবীর সাথে আমিরপুত্র, নরেদ্র মোদীর ছেলে প্রেমে শ্রদ্ধা কাপুর’ শীর্ষক দাবিতে কয়েকটি ছবি যুক্ত করে ইলেকট্রনিক গণমাধ্যম চ্যানেলে টোয়েন্টিফোর তাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে সংবাদ প্রচার করেছে।
ভিডিওতে দাবি করা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পুত্র রাহুল মোদীর সাথে বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের প্রেমের গুঞ্জন ভাসছে নেট দুনিয়ায়।

উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোনো সন্তান নেই। প্রচারিত ভিডিওতে উল্লিখিত বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের চর্চিত প্রেমিক রাহুল মোদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পুত্র নন। প্রকৃতপক্ষে, রাহুল মোদী বলিউডের একজন স্ক্রিপ্টরাইটার এবং সহকারী পরিচালক; নামের উপাধিতে মিল থাকার কারণে আলোচিত ভিডিওতে তাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পুত্র বলে দাবি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে Stars unfolded নামক ওয়েবসাইটে ‘Rahul Mody Age, Girlfriend, Family, Biography & More’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, রাহুল মোদীর পিতার নাম আমোদ মোদী, যিনি মেটাল ফ্যাব্রিকেশন ব্যবসায় জড়িত এবং রাহুলের বোন সোনিকা মোদী বিজ্ঞাপন নির্মাণের কাজ করেন। ১৯৯০ সালের ৭ অক্টোবর মুম্বাইয়ে জন্মগ্রহণকারী রাহুল মোদী বলিউডের একজন স্ক্রিপ্টরাইটার এবং সহকারী পরিচালক। তিনি ‘পেয়ার কা পঞ্চনামা ২’, ‘সোনু কে টিটু কি সুইটি’ এবং ‘তু ঝুঠি ম্যায় মাক্কার’ নামক হিন্দি সিনেমার স্ক্রিপ্টরাইটার ও সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণকারী ও কর্মরত রাহুল মোদীর সাথে নরেন্দ্র মোদীর কোনো পারিবারিক সম্পর্ক নেই।
একই বিষয়ে Bollywood Shaadis নামক ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য পাওয়া গেছে।
অন্যদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত হলেও তার স্ত্রী যশোদাবেন মোদীর থেকে দীর্ঘদিন ধরে আলাদা বাস করছেন। তাদের কিংবা নরেন্দ্র মোদীর কোনো সন্তান নেই।
সুতরাং, বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের চর্চিত প্রেমিক রাহুল মোদীকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পুত্র দাবি করে ইলেকট্রনিক গণমাধ্যম চ্যানেল টোয়েন্টিফোরে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ ভুয়া।