চাঁদাবাজি করতে গিয়ে সেনাবাহিনী কর্তৃক বিএনপির নেতা মারধরের শিকার হওয়ার দাবিতে ভিন্ন ঘটনার  ভিডিও প্রচার 

সম্প্রতি, ‘বি/এনপি নেতা চাঁদা নেওয়ার সময় শুধু বলেছিল ১৭ বছর আমরা খাইতে পারি নাই! অতঃপর সে/নাবাহিনী তাকে উত্তম মাধ্যম দিচ্ছে!’- শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। 

ভিডিওটিতে দেখা যাচ্ছে, কয়েকজন সেনা সদস্য একজন ব্যক্তিকে পিটিয়ে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছেন।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি চাঁদাবাজি করতে গিয়ে সেনাবাহিনী কর্তৃক বিএনপির নেতা মারধরের শিকার হওয়া সংক্রান্ত কোনো ঘটনার নয়। প্রকৃতপক্ষে, গত মার্চ মাসে বগুড়ায় দুই শ্রমিক নেতাকে মারধরের ঘটনায় শ্রমিক নেতারা বিক্ষোভ করেন। বিক্ষোভ চলাকালে ভাঙচুর-অগ্নিসংযোগেরও ঘটনা ঘটে। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে অ্যাকশনে যায় সেনাবাহিনী। এটি সেই ঘটনারই দৃশ্য।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। ভিডিওটিতে দেখা যায়, ‘তালুকদার ফল ভান্ডার’ এবং ‘রহমান ব্রাদার্স’ নামক দুইটি দোকানের সামনের ঘটনা এটি। উক্ত সূত্র ধরে অনুসন্ধানে গুগল ম্যাপে দেখা যায়, দোকানগুলোর অবস্থান বগুড়ায়। 

স্থানের সূত্র ধরে অনুসন্ধানে ‘Subrata Ghosh BD’ নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ১৯ মার্চ প্রচারিত একটি পোস্ট পাওয়া যায়। উক্ত পোস্টের ক্যাপশনে দাবি করা হয়েছে, “বগুড়ায় মোটর শ্রমিক সদস্যদের মাঝে দ্বন্দ্বের জেরে সাতমাথা থেকে স্টেশন রোডে উত্তেজনা শুরু হলে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সেনাবাহিনী ঘটনার স্থলে চলে আসে। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এসময় সাধারণ মানুষ আতংকিত হয়ে পরে।” এই পোস্টে থাকা ভিডিওর সাথে আলোচিত ভিডিওর স্থান ও প্রেক্ষাপটের মিল রয়েছে। 

উল্লেখিত তথ্যের সূত্র ধরে অনুসন্ধানে ডিবিসি নিউজের ফেসবুক পেজে গত ১৯ মার্চ প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে। 

Video Comparison By Rumor Scanner 

ভিডিওটির ক্যাপশনে বলা হয়, বগুড়ায় শ্রমিক নেতাদের মারধরের জেরে দোকান ভাঙচুর-অগ্নিসংযোগের সময়কার দৃশ্য এটি। 

পাশাপাশি, উক্ত ঘটনায় একাধিক গণমাধ্যমে সংবাদও প্রকাশ হতে দেখা যায়। দেখুন- বিডিনিউজ২৪, মানবকণ্ঠ এবং সময় টিভি। 

সুতরাং, বগুড়ায় গত মার্চ মাসে শ্রমিক নেতাদের সময় আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী কর্তৃক অ্যাকশনে যাওয়ার দৃশ্যকে চাঁদাবাজি করতে গিয়ে সেনাবাহিনী কর্তৃক বিএনপির নেতা মারধরের শিকার হওয়ার দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img