মাশরাফির সম্পদ ৫১০ কোটি টাকা শীর্ষক দাবিটি ভিত্তিহীন

সম্প্রতি, “২০২২ সালে মাশরাফি বিন মোর্তজার সম্পত্তির পরিমাণ ৫১০ কোটি টাকা” শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। 

ফেসবুকে প্রচারিত পোস্টগুলোতে দাবি করা হচ্ছে, “২০১৮ সালে নির্বাচনী হলফনামায় মাশরাফি বিন মোর্তজার উল্লেখিত সম্পত্তির পরিমাণ ৯ কোটি ১৫ লাখ। ২০২২ সালে সম্পত্তির পরিমাণ ৫১০ কোটি।”

মাশরাফির সম্পদ

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

একই দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মাশরাফি বিন মোর্তজার সম্পদের পরিমাণ ৫১০ কোটি টাকা শীর্ষক তথ্যটি সঠিক নয় বরং কতিপয় অনির্ভরযোগ্য ওয়েবসাইটে দেওয়া তথ্যের ভিত্তিতে প্রচারিত পুরোনো ভিত্তিহীন তথ্যটি নতুন করে প্রচার করা হচ্ছে। 

মূলত, কিছু অনির্ভরযোগ্য ওয়েবসাইটের দেওয়া ভিত্তিহীন তথ্যের ওপর ভারতীয় ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকট্র্যাকারে ২০২২ সালের ২৩ অক্টোবর বাংলাদেশর শীর্ষ ১০ ধনী ক্রিকেটারের তালিকা এবং সম্পদের পরিমাণ প্রকাশ করে। সেখানে তারা মাশরাফি মোর্তজার সম্পদের পরিমাণ ৫০ মিলিয়ন মার্কিন ডলার ভিত্তিহীন কিছু ওয়েবসাইটের বরাতে উল্লেখ করার পর সেসময় তাদের প্রতিবেদনের ভিত্তিতে দেশীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তা সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে। তবে পরবর্তীতে মূলধারার গণমাধ্যমগুলোর সংবাদের সূত্রের গ্রহণযোগ্য নিয়ে প্রশ্ন উঠলে তারা দুঃখপ্রকাশ করে সংবাদটি প্রত্যাহার করে নিয়ে।

প্রকৃতপক্ষে মাশরাফি বিন মোর্তজার বর্তমান প্রকৃত সম্পদের পরিমাণ কত তা যাচাই করা সম্ভব নয়। তবে মাশরাফি মোর্তজার সম্পদের পরিমাণ ৫১০ কোটি শীর্ষক দাবিটি যে সূত্র থেকে এসেছে সেটি যে অনির্ভরযোগ্য এবং ভিত্তিহীন তা ২০২২ সালে ইন্টারনেটে একই দাবিটি ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে নিশ্চিত হওয়া যায়। 

আলোচিত এই দাবি নিয়ে সেসময় রিউমর স্ক্যানারে প্রকাশিত বিস্তারিত ফ্যাক্টচেক প্রতিবেদন দেখুন এখানে। 

হালনাগাদ/ Update

১৪ ফেব্রুয়ারি, ২০২৪ : এই প্রতিবেদন প্রকাশ পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে একই দাবি সম্বলিত পোস্ট আমাদের নজরে আসার প্রেক্ষিতে একটি টিকটক পোস্টকে প্রতিবেদনে দাবি হিসেবে যুক্ত করা হলো।

আরও পড়ুন

spot_img