সম্প্রতি, “২০১০ সালের লাক্স সুন্দরী এখন বিসিএস ক্যাডার” শীর্ষক শিরোনামে একটি সংবাদ কিছু ভূইফোঁড় অনলাইন পোর্টালে প্রকাশের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সাবেক লাক্স তারকা তানজিমা সোহানিয়া এর বিসিএস ক্যাডার হওয়ার খবরটি সাম্প্রতিক সময়ের নয় বরং এটি প্রায় চার বছর পুরোনো একটি সংবাদ।
কি-ওয়ার্ড সার্চ পদ্ধতি ব্যবহার করে ২০১৯ সালের ৩০ এপ্রিল ‘দৈনিক কালের কন্ঠ’ এর অনলাইন সংস্করণে “লাক্স সুন্দরী এখন বিসিএস ক্যাডার” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়। পাশাপাশি, ২০১৯ সালের ২৯ এপ্রিলে জাগো নিউজ২৪ ও “লাক্স সুন্দরী এখন স্বামীসহ বিসিএস ক্যাডার” শিরোনামে প্রতিবেদন (আর্কাইভ) প্রকাশ করেছে।
মূলত, ২০১০ সালে চ্যানেল আই লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় অংশ নেয়া তানজিমা আঞ্জুম সোহানিয়া ৩৭তম বিসিএস এ ২০১৯ সালে প্রশাসন ক্যাডারে গেজেটপ্রাপ্ত হয়েছিলেন, একই বছরে ৩৭তম বিসিএস এ সোহানিয়ার স্বামী মেহেদি ইসলাম ফুয়াদ পুলিশ ক্যাডারে গেজেটপ্রাপ্ত হন। ২০১৯ সালের ২০ মার্চ সোহানিয়া তার ফেসবুক একাউন্টে ৩৭তম বিসিএস এ গেজেটপ্রাপ্ত হওয়ার অনুভূতি ও প্রকাশ করেন।

উল্লেখ্য, আলোচিত একই দাবিটি পূর্বেও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচার করা হলে সে সময় বিষয়টিকে বিভ্রান্তিকর হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার টিম।