সম্প্রতি “আপনি কি জানেন Lol শব্দের অর্থ- Lucifer Our Lord (শয়তান আমাদের ঈশ্বর)” শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হয় গুপ্ত সংগঠন ইলুমিনাতি থেকে শব্দটির উৎপত্তি হয়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় LOL শব্দের পূর্ণরূপ ‘Lucifer our Lord’ নয় বরং এর আভিধানিক পূর্ণরূপ ‘Laughing Out Loud’।
মূলত, অক্সফোর্ড ডিকশনারি সহ প্রায় সকল ডিকশনারিতে Lol কে ‘Laughing Out Loud’ হিসেবেই সংজ্ঞায়িত করা হয়েছে। কিছু ডিকশনারিতে Lol কে ‘Lots of Love’ হিসেবে সংজ্ঞায়িত করার তথ্য পাওয়া গেলেও কোথাও Lol এর পূর্ণরুপ ‘Lucifer our Lord’ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে এমন কোনো তথ্য খুঁজে পাওয়া যায় নি।
উল্লেখ্য, ‘Lucifer our Lord’ শীর্ষক এই মিথ্যা পূর্ণরূপটি ২০১২ সাল থেকে ইন্টারনেটে প্রচারিত হচ্ছে।
একই দাবিটি গত ২০২১ সালে জুন মাসে ফেসবুকে ছড়িয়ে পড়লে দাবিটিকে সে সময় মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার টিম।