যা দাবি করা হচ্ছে
সম্প্রতি, “ছোট্ট শাপলা কে বাচাতে এগিয়ে আসুন। শাপলা চিকিৎসা করতে অনেক অর্থের প্রয়োজন ” শীর্ষক শিরোনামে কিছু ছবি সম্বলিত একটি মানবিক সাহায্যের আবেদন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। এবং আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে।
ফ্যাক্ট
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, শাপলা নাম ব্যবহার করে প্রচারিত ছবিগুলো প্রকৃতপক্ষে শাপলা নামের কোনো রোগাক্রান্ত শিশুর নয় বরং এগুলো ফাবিহা নামের এক রোগাক্রান্ত শিশুর পুরোনো ছবি।
মূলত, আর্থিক সহায়তার নামে প্রতারণার উদ্দেশ্যে ফিহানুর রহমান ও লুৎফা মনি দম্পতির রোগাক্রান্ত কন্যা শিশু ফাবিহার ছবি ইন্টারনেট থেকে সংগ্রহ করে বর্তমানে রোগাক্রান্ত শিশু শাপলা দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
পূর্বেও ফাবিহার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা পাঠানোর মূল বিকাশ, নগদ ও রকেট নাম্বারগুলো পরিবর্তন করে প্রতারণার উদ্দেশ্যে নতুন বিকাশ, নগদ ও রকেট নাম্বার সংযুক্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। তখনও তথ্যটি বিভ্রান্তিকর হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
আর্থিক সাহায্য চাওয়া শিশুর তথ্য ও ছবি ব্যবহার করে ভিন্ন নাম্বার যুক্ত করে আর্থিক প্রতারণা