যা দাবি করা হচ্ছে
সম্প্রতি, “ছোট্ট শাপলা কে বাচাতে এগিয়ে আসুন। শাপলা চিকিৎসা করতে অনেক অর্থের প্রয়োজন যা ওর বাবা মুদির দোকান চালিয়ে চিকিৎসা করাতে পারছেন না। ডাক্তার এর হিসেব মতে প্রায় ১০ লক্ষ টাকার প্রয়োজন। সবাই এগিয়ে আসুন প্লিজ” শীর্ষক শিরোনামে শাপলা নামে এক শিশুর জন্য মানবিক সাহায্যের আবেদনের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্ট
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, শাপলা নামে প্রচারিত ছবিগুলো কোনো বাংলাদেশি শিশুর নয় বরং এগুলো ভারতীয় নাগরিক কৌশিক দাস এর ৯ দিন বয়সী সন্তানের ছবি।
মূলত, আর্থিক সহায়তার নামে প্রতারণার উদ্দেশ্যে ভারতীয় নাগরিক অর্পিতা দাস ও কৌশিক দাস এর পুত্র সন্তানের ছবি সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রোগাক্রান্ত শিশু শাপলা দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
বিষয়টি পূর্বেও মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
ভারতীয় শিশুকে বাংলাদেশের শাপলা নামের শিশু দাবিতে আর্থিক প্রতারণা