সম্প্রতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক এস এম ফরহাদকে উদ্ধৃত করে “সংগঠনের ১১ লক্ষ টাকা দিয়ে ছাত্রলীগের পদ কিনেছি নিজের ক্যাম্পাসে ছাত্রশিবিরের ভিত্তি মজবুত করার জন্য।” শীর্ষক মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত দাবি দেখুন- এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ঢাবির সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের কমিটিতে ঢাবি শিবির সাধারণ সম্পাদক এস এম ফরহাদের নাম থাকলেও ১১ লক্ষ টাকা দিয়ে ছাত্রলীগের পদ কেনার প্রসঙ্গে কোনো প্রকাশ্য মন্তব্য এস এম ফরহাদ করেননি বরং কোনোরকম নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ফরহাদ জানান, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের কোনো কর্মসূচি ও কার্যক্রমের সঙ্গে তার সম্পৃক্ততা নেই। ছাত্রলীগের কোনো পদ-পদবির জন্য কোনো সিভি (জীবনবৃত্তান্ত) তিনি কখনো কাউকে দেননি।
উল্লেখ্য, পূর্বেও একই দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সেসময় বিষয়টি নিয়ে বিস্তারিত ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।