ভাস্কর্য বিরোধী আন্দোলনের কর্মসূচিকে আলেমদের মুক্তি চেয়ে কর্মসূচি দাবিতে প্রচার

যা দাবি করা হচ্ছে

সম্প্রতি, “জুমার নামাজ এর পর কারাবন্দী আলেমদের মুক্তির দাবিতে রাজপথে ইসলামী আন্দোলন বাংলাদেশ।” শীর্ষক শিরোনামে একটি সরাসরি সম্প্রচারিত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন একটি পোস্ট দেখুন এখানে। এবং আর্কাইভ ভার্সন দেখুন এখানে

ফ্যাক্ট

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের কোনো আন্দোলনের নয় বরং এটি ২০২০ সালের নভেম্বরে ঢাকায় কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের ভাস্কর্য বিরোধী বিক্ষোভের সময় ধারণকৃত ভিডিও।

মূলত, ২০২০ সালের ২৭ নভেম্বর শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের ভাস্কর্য বিরোধী একটি বিক্ষোভ মিছিল বের হয়। উক্ত মিছিলটি নয়াপল্টনের নাইটিঙ্গেল মোড় হয়ে কাকরাইলের কর্ণফুলী মার্কেটের সামনে পৌঁছালে পুলিশ তাতে বাধা দেয় এবং বিক্ষোভকারীরা পুলিশের সাথে বিরোধে জড়িয়ে পড়ে। এই সময় পুলিশ লাঠিচার্জের মাধ্যমে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় এবং ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করে। ঐ সংঘর্ষ চলাকালে ধারণকৃত একটি ভিডিও-ই বর্তমানে ভুয়া লাইভ স্ট্রিমিং অ্যাপের সহায়তায় পুনরায় ফেসবুকে কারাবন্দী আলেমদের মুক্তির চেয়ে আন্দোলন দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে।

বিষয়টি পূর্বেও মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

ভিডিওটি কারাবন্দী আলেমদের মুক্তির দাবিতে হেফাজতের কোনো কর্মসূচির নয়

আরও পড়ুন

spot_img