ভিডিওটি কারাবন্দী আলেমদের মুক্তির দাবিতে হেফাজতের কোনো কর্মসূচির নয়

সম্প্রতি, “জুমার নামাজ এর পর কা’রাবন্দী আলেমদের মুক্তির দাবিতে রাজপথে হেফাজত” শীর্ষক শিরোনামে একটি সরাসরি সম্প্রচারিত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন একটি পোস্ট দেখুন এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং এটি ২০২০ সালের নভেম্বরে ঢাকায় কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের ভাস্কর্য বিরোধী বিক্ষোভের সময় ধারণকৃত ভিডিও।

কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে, “New Age BD” নামের ইউটিউব চ্যানেলে ২০২০ সালের ২৭ নভেম্বরে “Police disperse anti-sculpture rally” শীর্ষক শিরোনামে প্রকাশিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

পরবর্তীতে, দেশীয় একাধিক সংবাদমাধ্যমে ২০২০ সালের ২৭ নভেম্বরে ঢাকায় ভাস্কর্য বিরোধী বিক্ষোভ নিয়ে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়, দেখুন এখানে, এখানে এবং এখানে

আলেম
Screenshot Kalerkantho website

মূলত, ২০২০ সালের ২৭ নভেম্বর শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের ভাস্কর্য বিরোধী একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নয়াপল্টনের নাইটিঙ্গেল মোড় হয়ে কাকরাইলের কর্ণফুলী মার্কেটের সামনে পৌঁছালে পুলিশ তাতে বাধা দেয় এবং বিক্ষোভকারীরা পুলিশের সাথে বিরোধে জড়িয়ে পড়ে। এই সময় পুলিশ লাঠিচার্জের মাধ্যমে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় এবং ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করে। ঐ সংঘর্ষ চলাকালে ধারণকৃত একটি ভিডিও-ই বর্তমানে ভুয়া লাইভ স্ট্রিমিং অ্যাপের সহায়তায় পুনরায় ফেসবুকে কারাবন্দী আলেমদের মুক্তির জন্যে হেফাজতের মিছিল দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে।

Also Read: রফিকুল ইসলাম মাদানীর এই লাইভ ভিডিওটি পুরোনো

উল্লেখ্য, রিউমর স্ক্যানার টিম পূর্বেও বিভিন্ন ফেসবুক গ্রুপ এবং পেজ হতে ভুয়া লাইভ স্ট্রিমিং অ্যাপের সহায়তায় প্রচারিত ভিডিওকে বিভ্রান্তিকর হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে।

সুতরাং, ২০২০ সালের নভেম্বরে কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের ভাস্কর্য বিরোধী আন্দোলনের ঘটনায় ধারণকৃত একটি ভিডিওকে সাম্প্রতিক সময়ে কারাবন্দী আলেমদের মুক্তির দাবিতে রাজপথে হেফাজত দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: জুমার নামাজ এর পর কা’রাবন্দী আলেমদের মুক্তির দাবিতে রাজপথে হেফাজত
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: Misleading

[/su_box]

তথ্যসূত্র

  1. Police disperse anti-sculpture rally
  2. পুলিশের বাধায় পণ্ড হলো ভাস্কর্যবিরোধী বিক্ষোভ
  3. রাজধানীতে ভাস্কর্যবিরোধী বিক্ষোভ পুলিশি বাধায় পণ্ড | 980032 | কালের কণ্ঠ | kalerkantho
  4. বিক্ষুব্ধ মাদরাসা ছাত্রদের ওপর পুলিশের বেধড়ক লাঠিচার্জ

আরও পড়ুন

spot_img