সম্প্রতি, “বাংলাদেশের শিক্ষার মান ১৩৮টি দেশের মধ্যে ১২২ তম যা এশিয়ার মধ্যে সর্বনিম্ন” শীর্ষক শিরোনামে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশের শিক্ষার মান ১৩৮টি দেশের মধ্যে ১২২ তম যা এশিয়ার মধ্যে সর্বনিম্ন অবস্থানে নয় বরং সর্বশেষ প্রকাশিত বৈশ্বিক জ্ঞান সূচক ২০২১ এর তালিকা অনুযায়ী ১৫৪ টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২০তম এবং বর্তমানে এশিয়ার মধ্যে সর্বনিম্নে রয়েছে আফগানিস্তান, বাংলাদেশ নয়।
মূলত, ইউএনডিপি কর্তৃক ২০২০ সালে প্রকাশিত বৈশ্বিক জ্ঞান সূচক তালিকায় বিশ্বের ১৩৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিলো ১১২তম এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ছিলো সর্বনিম্ন তবে এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বনিম্ন অবস্থানে ছিলো মিয়ানমার (১২৮তম)। কিন্তু সর্বশেষ ২০২১ সালে প্রকাশিত তালিকায় বিশ্বের ১৫৪টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২০তম এবং সে অনুযায়ী আফগানিস্তানের অবস্থান ১৫১তম যা এশিয়ার মধ্যে সর্বনিম্ন।
উক্ত তথ্যটি চলতি বছরের জানুয়ারি মাসেও ফেসবুকে প্রচার হওয়ার পরে সেটিকে মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।